I LEAGUE 2019-20: যুবভারতীতে ফিরছে আই লিগ...চার্চিলকে হারাতে মরিয়া মারিও'র ইস্টবেঙ্গল

এদিকে চার্চিল ম্যাচ যুবভারতীতে খেলতে পারায় চওড়া হাসি ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরার মুখে।

Updated By: Feb 28, 2020, 06:30 PM IST
I LEAGUE 2019-20: যুবভারতীতে ফিরছে আই লিগ...চার্চিলকে হারাতে মরিয়া মারিও'র ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিবেদন : যুবভারতীতে ফিরছে আই লিগ। যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম চার্চিল ম্যাচ। আই লিগের পয়েন্ট তালিকার তিন আর চারের লড়াই। জোড়া অ্যাওয়ে ম্যাচ জিতে যুবভারতীতে নামছে লাল-হলুদ। অন্যদিকে ঘরের মাঠে মোহনবাগানের কাছে লজ্জাজনক হারের রেশ কাটিয়ে নামছে চার্চিল।

গোয়ায় প্লাজাদের কাছে হারতে হয়েছিল আলেসান্দ্রোর ইস্টবেঙ্গলকে। এবার তাই ঘরের মাঠে বদলার ম্যাচ কোলাডোদের। শনিবার বিকেলে শুরু থেকেই খেলতে পারেন স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর। ট্রাউ ম্যাচে পরিবর্ত হিসাবে নামার পর ম্যাচের রঙ ঘুরিয়ে দিয়েছিলেন পেরেজ। সিসেদের বিরুদ্ধে মারিও-র সেরা বাজি লিথুয়ানিয়ান লিগে খেলা এই মিডফিল্ডারই।

কার্ড সমস্যায় কাসিম নেই। তাই মাঝমাঠকে নতুন করে সাজাতে হচ্ছে লাল-হলুদ কোচকে। চার্চিলের বিরুদ্ধে বড় পরীক্ষা লাল-হলুদ ডিফেন্সের। প্লাজাদের বিরুদ্ধে মেহতাব-আসির আখতারের পারফরম্যান্সের ওপর অনেক কিছু নির্ভর করছে। সেট-পিস বাড়তি গুরুত্ব পাচ্ছে লাল-হলুদ শিবিরে। চার্চিলকে হারাতে পারলে তিন নম্বরে উঠে আসবে লাল-হলুদ। জয়ের হ্যাটট্রিকের পাশাপাশি এটাই এখন মোটিভেশন টিম ইস্টবেঙ্গলের।

এদিকে চার্চিল ম্যাচ যুবভারতীতে খেলতে পারায় চওড়া হাসি ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরার মুখে। কেননা দায়িত্ব নিয়েই যুবভারতীতে খেলার জন্য দরবার করেছিলেন স্প্যানিশ কোচ। চার্চিল ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে মারিও খোলাখুলি জানান কল্যাণীর থেকে যুবভারতীতে খেলা অনেক ভাল। মারিও মনে করেন অ্যাটাকিং ফুটবল খেলার জন্য যুবভারতী আদর্শ জায়গায়। তাই ধরেই নেওয়া যায় যে শনিবার বিকেলে প্লাজাদের বিরুদ্ধে যুবভারতীর সবুজ গালিচায় ঝড় তুলবেন কোলাডো-মার্কোসরা।

আরও পড়ুন - "নো ইস্টবেঙ্গল, নো ISLইন বেঙ্গল"-পোস্টারে ছয়লাপ যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বর!

.