Tokyo Olympics 2020: তিরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলার ছেলে Atanu Das

প্রাক্তন অলিম্পিক্সজয়ীকে হারালেন বঙ্গ সন্তান। 

Updated By: Jul 29, 2021, 09:07 AM IST
Tokyo Olympics 2020: তিরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলার ছেলে Atanu Das

নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-তে ভারতের সাফল্য দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী Oh Jin-Hyek-কে হারালেন অতনু দাস। এর ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন এই বাংলার ছেলে। এর আগে রাউন্ড অফ থার্টি-টু'য়ে চাইনিজ তাইপেয়ের প্রতিপক্ষ Deng Yu-Cheng-কে পরাস্ত করেন তিনি। ফলে তিরন্দাজিতে পদক জয়ের আশা জিইয়ে রাখলেন বঙ্গ সন্তান। 

এদিন প্রাক্তন অলিম্পিক্সজয়ীকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠেন বাংলার তিরন্দাজ। গ্যালারি থেকে অতনুকে উৎসাহ দিতে দেখা যায় স্ত্রী দীপিকা কুমারীকে। অতনুর পাশাপাশি তিনিও ভারতের পদক জয়ের আশা জিইয়ে রেখেছেন। পরের ম্যাচে অতনু খেলবেন জাপানের তাকাহারু ফুরুকাওয়ার বিরুদ্ধে।

.