Tokyo Olympics 2020: রিওতে সোনা জয়ী আর্জেন্টিনাকে হারাল ভারত,পৌঁছল কোয়ার্টার ফাইনালে

খেলার ফলাফল ৩-১। 

Updated By: Jul 29, 2021, 08:09 AM IST
Tokyo Olympics 2020: রিওতে সোনা জয়ী আর্জেন্টিনাকে হারাল ভারত,পৌঁছল কোয়ার্টার ফাইনালে

নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-র আসরে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। Rio Olympics-এ সোনাজয়ী আর্জেন্টিনাকে ৩-১ গোলে উড়িয়ে দিলেন মনপ্রীত সিংরা। ভারতের হয়ে গোল করেন বরুণ কুমার, বিবেক প্রসাদ এবং হরমনপ্রীত সিং।   

এই জয়ের ফলে অলিম্পক্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। বর্তমানে গ্রুপ 'এ'-তে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে দল। গ্রুপ পর্বে আর মাত্র একাট ম্যাচ বাকি রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও পুল 'এ' র দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর ভাবে পরাস্ত হয় মনপ্রীত সিং অ্যান্ড কোং। কিন্তু বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। অজিরা ৭-১ গোলে গুঁড়িয়ে দেয় ভারতকে!

যদিও পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের জ্বালা মিটিয়ে নেয় ভারত। অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) পুল A-এর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দেন সিমরানজিৎ সিং (Simranjeet Singh) এবং রূপিন্দর পাল সিংরা (Rupinder Pal Singh)।

.