বিশ্বকাপ স্থগিত; টিকিট নিয়ে বড়সড় ঘোষণা আইসিসি-র

বিশ্বকাপ আয়োজনের ধোঁয়াশার মধ্যেই আইসিসি টিকিট নিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল।

Updated By: Jul 21, 2020, 12:37 PM IST
বিশ্বকাপ স্থগিত; টিকিট নিয়ে বড়সড় ঘোষণা আইসিসি-র
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: টি- টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পরই টিকিট নিয়ে বড়সড় ঘোষণা করল আইসিসি। সোমবারই করোনার কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিতে বাধ্য হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

এর ফলে পরপর দুই বছর দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। তবে কোন বিশ্বকাপের আয়োজক কারা তা এখনও স্পষ্ট নয়। আইসিসির নতুন চেয়ারম্যান চূড়ান্ত হওয়ার পরই বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত হবে। পরপর দু'বছর ভারতে দুটো বিশ্বকাপ করতে রাজি নয় বিসিসিআই। সৌরভের বোর্ড চায় ২০২১ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আর ২০২২ এর প্রতিযোগিতা হোক অস্ট্রেলিয়ায়।

বিশ্বকাপ আয়োজনের ধোঁয়াশার মধ্যেই আইসিসি টিকিট নিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি অস্ট্রেলিয়ায় হয়, তাহলে এই বছর যাঁরা টিকিট কেটেছিলেন তাঁরা সেই টিকিট দিয়েই বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন। আর যদি অস্ট্রেলিয়া ২০২২ এর বিশ্বকাপ আয়োজন করে সেক্ষেত্রে টিকিটের পুরো দাম ফেরত দিয়ে দেওয়া হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত টিকিট এর দাম ফেরতের জন্য আবেদন করা যাবে।

 

আরও পড়ুন - টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ICC

.