পরপর তিনটি টেস্ট ইনিংসে শতরান করে রেকর্ড ইউনিস খানের

Updated By: Oct 30, 2014, 08:07 PM IST
পরপর তিনটি টেস্ট ইনিংসে শতরান করে রেকর্ড ইউনিস খানের

পাকিস্তান-৩০৪/২

ওয়েব ডেস্ক: পরপর তিনটে টেস্ট ইনিংসে শতরান করলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ইউনিস খান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুবাই টেস্টের দুই ইনিংসে শতরান করার পর আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতরান করলেন ইউনিস। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ইউনিসের এটি ২৭ তম শতরান।

জনসন, সিডল, লিঁয়দের নিয়ে কার্যত ছেলেখেলা করেন ইউনিস। দুবাই টেস্টে ইউনিস করেছিলেন যথাক্রমে ১০৬ ও ১০৩ রান। আবুধাবি টেস্টের প্রথম দিনে  ইউনিস অপরাজিত থাকলেন ১১১ রানে। ইউনিসের পাশাপাশি শতরান করলেন আজহার আলি (১০১ অপরাজিত)। জোড়া শতরানের চাপে ম্যাচের প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেল অস্ট্রেলিয়া। সিরিজে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় মাইকেল ক্লার্কের দলকে ছন্নছাড়া দেখাচ্ছে।

প্রথম টেস্টের থেকেও আক্রমণাত্মক মেজাজে আবুধাবিতে ব্যাটিং করতে থাকেন ৩৬ বছরের এই পাক ব্যাটসম্যান। ইউনিসকে যোগ্য সঙ্গত দেন আজহার আলি। ইউনিস-আজহারের যুগলবন্দিতে ম্যাচের প্রথম দিনেই কোণঠাসা অস্ট্রেলিয়া। আট জন বোলার ব্যবহার করেও অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক ইউনিসদের দাদাগিরি রুখতে পারেননি।

.