পাকিস্তানকে হারিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এক যুগ পূর্তি
জোহানেসবার্গে হাড্ডাহাড্ডি ফাইনালে পাঁচ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।
নিজস্ব প্রতিবেদন: ২৪ সেপ্টেম্বর। ২০০৭ সালে আজকের দিনেই দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেই বিশ্বকাপ ফাইনালে চির প্রতিন্দ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির দল।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। ১৫৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই পর পর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তান। তবে মিডল অর্ডারে মিসবা-উল-হক পাকিস্তানের আশা জিইয়ে রাখেন। টান টান লড়াই পৌঁছে যায় শেষ ওভারে। শেষ ওভারে জিততে হলে পাকিস্তানের দরকার ছিল ১৪ রান। সেদিন ধোনি বল তুলে দিয়েছিলেন যোগিন্দর শর্মার হাতে। ওভারের তৃতীয় বলে মিসবার স্কুপ শট শর্ট ফাইন-লেগের উপর দিয়ে শ্রীসন্থের হাতে ধরা পড়ে যায়। জোহানেসবার্গে হাড্ডাহাড্ডি ফাইনালে পাঁচ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।
This day, in TeamIndia were crowned World T20 Champions pic.twitter.com/o7gUrTF8XN
— BCCI (@BCCI) September 24, 2019
১২ বছর পর ভারতের বিশ্বজয়ের স্মৃতিচারণায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের সেই বিশ্বজয়ের মুহূর্তকে ১৬ সেকেন্ডের ভিডিয়োর মাধ্যমে তুলে ধরে পোস্ট করে BCCI লেখে, "এই দিনেই ২০০৭ সালে ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল।''
আরও পড়ুন - লুকা মদ্রিচ বনাম সুনীল ছেত্রী! ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি ভারত-ক্রোয়েশিয়া