বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ডি ব্রুইন, ব্রাজিল বধ 'স্পেশাল' বলছেন মার্টিনেজ

৩২ বছর পর আবার বিশ্বকাপের শেষ চারে বেলজিয়ামের 'সোনালী প্রজন্ম'।

Updated By: Jul 7, 2018, 10:42 AM IST
বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ডি ব্রুইন, ব্রাজিল বধ 'স্পেশাল' বলছেন মার্টিনেজ

নিজস্ব প্রতিবেদন : রাশিয়ায় অন্যতম ফেভারিট ব্রাজিলের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর কেভিন ডি ব্রুইনের চোখে এখন ফাইনালের স্বপ্ন। লক্ষ্য প্রথমবার বিশ্বকাপ জয়। আর ব্রাজিলের বিরুদ্ধে জয়কে 'স্পেশাল' বলছেন বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেজ।

আরও পড়ুন - ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে বেলজিয়াম

৩২ বছর পর আবার বিশ্বকাপের শেষ চারে বেলজিয়ামের 'সোনালী প্রজন্ম'। ব্রাজিলকে হারিয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে ডি ব্রুইন বলেন, "ব্রাজিলের বিরুদ্ধে খেলা সহজ নয়। ওরা চমৎকার একটি দল। কিন্তু দল হিসেবে আমাদের যে শক্তি আছে তা দেখা গেছে।আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। অবশ্যই সবাই চেষ্টা করছি। সবাই যে ম্যাচে খেলতে চায় তা থেকে আমরা আর একটা জয় দূরে।"

আরও পড়ুন - উরুগুয়েকে সম্মান জানিয়ে গোলের পর সেলিব্রেশন করলেন না গ্রিজম্যান

ম্যাচ শেষে ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেজ জানান, "এটা স্পেশাল। বিশ্বকাপে আমরা ব্রাজিলকে হারিয়েছি; দারুণ একটা স্মৃতি। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। সেমি ফাইনালের জন্য আরও শক্তি প্রয়োজন।"

.