পকেটে টান, Messi-র মাইনে দিতে ৭ ফুটবলারকে বিক্রি করছে PSG

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে যতটা সম্ভব এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে PSG

Updated By: Dec 19, 2021, 08:06 AM IST
পকেটে টান, Messi-র মাইনে দিতে ৭ ফুটবলারকে বিক্রি করছে PSG
লিওনেল মেসি । ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: শনিবার ফ্রেঞ্চ কাপ টাইয়ের শেষ ১৬-র খেলার একদিন আগে কঠোর অনুশীলন করে পিএসজি (PSG)। 

কিন্তু পর্দার আড়ালে তারা রয়েছে অন্য সমস্যায়। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে যতটা সম্ভব এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তারা এবং বাজেটের ভারসাম্য বজায় রাখতে প্রায় সাত জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা।

আরও পড়ুন: SAvsIND: 'ফুরফুরে' মেজাজে Virat Kohli, সেঞ্চুরিয়নে ব্যাট হাতে অনুশীলন শুরু টেস্ট অধিনায়কের

লিওনেল মেসি (Lionel Messi), সের্জিও রামোস (Sergio Ramos), গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা (Gianluigi Donnarumma) এবং ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইজনালডামকে (Georginio Wijnaldum) কেনার পরে PSG-কে প্লেয়ারদের মাইনে বাবদ মোট ৩০০ মিলিয়ান ইউরো খরচ কোরতে হবে। এর মধ্যে মেসি একাই পাবেন ৪১ মিলিয়ান ইউরো, যা PSG-র ইতিহাসের রেকর্ড। 

ফুটবল মহলে প্রশ্ন উঠেছে কোনও ফুটবলারকে বিক্রি না করে কীভাবে PSG এই বিপুল আর্থিক বোঝা মাথায় নেবে। এই বছর গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে একমাত্র প্রথম দলের খেলোয়াড় হিসেবে দল ছেড়েছেন মিচেল বেকার (Mitchel Bakker)। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.