অনিল কুম্বলে কোচের পদ থেকে সরে যেতেই ভোলবদল সঞ্জয় বাঙ্গারের
কিছুদিন আগেও তিনি ছিলেন অনিল কুম্বলের ডান হাত। আর আজ কুম্বলে সরে যেতেই ভোলবদল। জাম্বোর পাশে থাকা তো দূরের কথা তার পদত্যাগ ইস্যুকে বড় করে দেখতেই নারাজ সঞ্জয় বাঙ্গার। তার মতে এটা খেলার একটা অঙ্গ।অনিল কুম্বলের অনুপস্থিতিতে তার দুই সহকারি সঞ্জয় বাঙ্গার ও শ্রীধরই ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন।
ওয়েব ডেস্ক: কিছুদিন আগেও তিনি ছিলেন অনিল কুম্বলের ডান হাত। আর আজ কুম্বলে সরে যেতেই ভোলবদল। জাম্বোর পাশে থাকা তো দূরের কথা তার পদত্যাগ ইস্যুকে বড় করে দেখতেই নারাজ সঞ্জয় বাঙ্গার। তার মতে এটা খেলার একটা অঙ্গ।অনিল কুম্বলের অনুপস্থিতিতে তার দুই সহকারি সঞ্জয় বাঙ্গার ও শ্রীধরই ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন।
আরও পড়ুন পোর্ট অফ স্পেনে কোহলির করা সাংবাদিক সম্মেলনের বক্তব্য নিয়ে ভিন্ন মত
অন্যদিকে, এবারের আইপিএলে ব্যাট হাতে পারফর্ম করে সমালোচকদের জবাব দিতে পেরে খুশি মনোজ তেওয়ারি। গত বছর আইপিএলে দল না পাওয়ায় মনোজকে কটাক্ষ করেছিলেন অনেকেই। তাদেরকে সপাটে জবাব দিয়ে মনোজের এবার লক্ষ্য জাতীয় দলে কামব্যাক করা।এই মূহুর্তে বাংলার অধিনায়ক কালীঘাট ক্লাবের হয়ে ইডেনে সুপার লিগ ফাইনাল খেলতে ব্যস্ত।
আরও পড়ুন এবছরের শেষেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বিশ্ব একাদশ