ক্রিকেটারদের তথ্য যাচাইয়ে আরও কড়া নিয়ম, স্বচ্ছতা রাখতে নয়া পন্থা CAB-র
প্রথম ও দ্বিতীয় ডিভিশনের ক্রিকেটারদের তথ্য যাচাইয়ে কড়া নিয়ম।
নিজস্ব প্রতিবেদন: বাংলা ক্রিকেটের স্বচ্ছভাবমূর্তি আরও পোক্ত করতে এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সিএবি (CAB)। বাংলার ক্রিকেটারদের তথ্য যাচাইয়ে এবার আরও কড়াকড়ি করা হল। সিএবি (CAB) সূত্রে খবর, বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের ক্রিকেটারদের তথ্য যাচাইয়ে এবার থেকে আরও বেশি কড়াকড়ি করা হবে। সিএবি (CAB)-র কাছে ক্রিকেটাররা নিজের সম্পর্কে যে তথ্য পেশ করবেন, তাতে কোথাও কোনও রকমের ভ্রান্তি প্রমাণিত হলে, জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এজন্য তৈরি হয়েছে একটি ভেরিফিরেশন সেলও।
আরও পড়ুন: BAN vs SL 2021: ঘরের মাঠে দুরন্ত জয়ে সিরিজের শুভারম্ভ বাংলাদেশের
আরও পড়ুন: করোনায় বাতিল হওয়া Asia Cup হবে ২০২৩ সালে, এবার সরকারি ভাবে জানিয়ে দিল ACC
সিএবি (CAB) প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানান, লকডাউনের সময়টাকে তাঁরা এই ভেরিফিকেশ বা তথ্য যাচাইয়ের কাজে লাগাতে চান। বোর্ডের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত। সমস্ত ক্রিকেটারের জমা দেওয়া তথ্য ভেরিফিকেশন হয়ে গেলে, তা ভেরিফিকেশন সেলের কাছে পেশ করা হবে৷ সিএবি (CAB) সেক্রেটারি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, অনেক সময়ই বহু ক্রিকেটর জাল নথির আশ্রয় নেন৷ এই ভেরিফিকেশনের ফলে সেই সমস্ত ঘটনা প্রকাশ্যে চলে আসবে৷
আরও পড়ুন: Cyclone Yaas মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিলে ৫০ লক্ষ টাকা দিচ্ছে East Bengal
বাংলার ক্রিকেটে ডোমিসাইল চালু হওয়ায়, তাঁদের আন্দোলন সাফল্য পেল বলেই মনে করছে বাংলা পক্ষ। সংস্থার দাবি, ডোমিসাইল চালুর দাবিতে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি সংগঠনের তরফে সিএবি অভিযান করা হয়৷ এরপর ১০ মার্চ ডোমিসাইল চালুর সিদ্ধান্ত নেয় সিএবি। এরপর ডোমিসাইল নীতি কার্যকর করার দাবিতে ফের ৩ এপ্রিল সিএবি অভিযান করে বাংলা পক্ষ। অবেশেষ, সোমবার থেকে ডোমিসাইল নিয়ম কার্যকর করা শুরু করল সিএবি (CAB)৷