'সম্রাজ্ঞী' আশোক, ১৮ বছরের ভারতীয় গল্ফার অলিম্পিকের ফাইনালে
নারীশক্তির জয় জয়কার। বিশ্ব দরবারে ভারত বিকোশিত হচ্ছে নারীর টানেই। দীপা কর্মকার। 'বিগেস্ট শো অব দ্য ইউনিভার্স'-এ বঙ্গ তনয়ার ইতিহাস সৃষ্টি। ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট হিসেবে রিও অলিম্পিকের ফাইনালে পৌঁছে গৌরবান্বিত করেছেন গোটা দেশকে। অল্পের জন্য পদক পাননি। ভারতসেরা দীপা বিশ্বের চতুর্থ হয়ই প্রতিযোগিতা শেষ করেছেন। অলিম্পিকে দীপ জ্বালিয়েছেন সাক্ষী মালিক। কুস্তিতে সাক্ষীই প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকের মঞ্চে পদক জিতেছেন। রিও অলিম্পিকে ভারতের পদকের খরা কাটিয়েছেন সাক্ষীই। ব্রোঞ্জ দিয়ে শুরু। এরপর ব্যাডমিন্টনে পিভি সিন্ধু। ২০১৬ রিও অলিম্পিকের মেয়েদের সিঙ্গেলস ব্যাডমিন্টনের ফাইনালে পিভি সিন্ধু। পদক পাকা। জিতলে সোনা হারলে রূপো। এই তিনের পর আরও এক ভারতকন্যা অলিম্পিকে ভারতকে গৌরাবান্বিত করছে। নাম অদিতি অশোক। বয়স মাত্র ১৮ বছর। লিডারবোর্ডে এখনও পর্যন্ত ৬ নম্বরে রয়েছেন অদিতি। গল্ফার অদিতি ৪ ম্যাজিকাল স্ট্রোকেই ভারতকে এনে দিতে পারেন আরও এক অলিম্পিক পদক।
ওয়েব ডেস্ক: নারীশক্তির জয় জয়কার। বিশ্ব দরবারে ভারত বিকোশিত হচ্ছে নারীর টানেই। দীপা কর্মকার। 'বিগেস্ট শো অব দ্য ইউনিভার্স'-এ বঙ্গ তনয়ার ইতিহাস সৃষ্টি। ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট হিসেবে রিও অলিম্পিকের ফাইনালে পৌঁছে গৌরবান্বিত করেছেন গোটা দেশকে। অল্পের জন্য পদক পাননি। ভারতসেরা দীপা বিশ্বের চতুর্থ হয়ই প্রতিযোগিতা শেষ করেছেন। অলিম্পিকে দীপ জ্বালিয়েছেন সাক্ষী মালিক। কুস্তিতে সাক্ষীই প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকের মঞ্চে পদক জিতেছেন। রিও অলিম্পিকে ভারতের পদকের খরা কাটিয়েছেন সাক্ষীই। ব্রোঞ্জ দিয়ে শুরু। এরপর ব্যাডমিন্টনে পিভি সিন্ধু। ২০১৬ রিও অলিম্পিকের মেয়েদের সিঙ্গেলস ব্যাডমিন্টনের ফাইনালে পিভি সিন্ধু। পদক পাকা। জিতলে সোনা হারলে রূপো। এই তিনের পর আরও এক ভারতকন্যা অলিম্পিকে ভারতকে গৌরাবান্বিত করছে। নাম অদিতি অশোক। বয়স মাত্র ১৮ বছর। লিডারবোর্ডে এখনও পর্যন্ত ৬ নম্বরে রয়েছেন অদিতি। গল্ফার অদিতি ৪ ম্যাজিকাল স্ট্রোকেই ভারতকে এনে দিতে পারেন আরও এক অলিম্পিক পদক।
এই অভূতপূর্ব সাফল্যের পর অদিতি বলছেন, "আমি ভাবতেই পারছি না আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমি আমার গেম প্ল্যান অনুসরণ করছি আর প্রতিদিন আরও ভালো খেলার চেষ্টা করছি"।