দশ বছর আগে পৃথ্বীকে নিয়ে করা সচিনের ভবিষ্যদ্বাণী মিলে গেল

প্রায় দশ বছর আগে পৃথ্বীকে প্রথম দেখেছিলেন সচিন।

Updated By: Aug 25, 2018, 07:09 PM IST
দশ বছর আগে পৃথ্বীকে নিয়ে করা সচিনের ভবিষ্যদ্বাণী মিলে গেল

নিজস্ব প্রতিনিধি : ছোটদের প্রতি তাঁর আলাদা একটা টান রয়েছে। সেই ছোট আবার যদি কোনও ক্রিকেটার হয় তা হলে তো কথাই নেই। সচিন তেণ্ডুলকর বরাবর খুদে ক্রিকেটারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন। আজকের ছোট ছেলে যেন কালকের জাতীয় ক্রিকেটার হতে পারে সেই জন্য সচিনের সাহায্যের হাত সব সময় বাড়ানোই থাকে। তাই পৃথ্বী শায়ের বেলাতেও তিনি একইরকমভাবে এগিয়ে এসেছিলেন। 

প্রায় দশ বছর আগে পৃথ্বীকে প্রথম দেখেছিলেন সচিন। সেদিনের ছোট পৃথ্বী এতদিনে আইপিএলে খেলে ফেলেছেন। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিটিশভূমে তাঁর টেস্টে অভিষেক হওয়ার পালা। সচিন একটা সময় রোহিত শর্মাকেও নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁর চৌক্ষস নজর রোহিতের প্রতিভার পরখ করেছিল। সচিন আন্দাজ করেছিলেন, রোহিত একদিন বড় ব্যাটসম্যান হবেন। সে কথা অক্ষরে অক্ষরে মিলেছে। এবার মুম্বইয়ের ব্যাটসম্যান পৃথ্বীকে নিয়ে সচিন যা বলেছিলেন তাও হুবহু মিলে গেল।

আরও পড়ুন-  ‘ভারতরত্ন’ কি বেসরকারি বিজ্ঞাপন করতে পারেন? কলকাতা হাইকোর্টের রায়ে আপাত স্বস্তিতে সচিন

তেণ্ডুলকর বলছিলেন, ''আমি পৃথ্বীকে ওর স্টান্স ও গ্রিপ বদলাতে বারণ করেছিলাম। ও একদম সঠিক স্টান্স নিয়ে খেলছিল। ভবিষ্যতে হয়তো ওকে অনেক কোচ অনেকরকম পরামর্শ দেবে। তবে আমি ওকে বলেছিলাম, যখনই কেউ তোমায় স্টান্স বদলাতে বলবে তাঁকে বলবে সে যেন আমার সঙ্গে এসে কথা বলে। কোচিং ভাল। তবে একজন ক্রিকেটারকে নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করলে মুশকিল। স্পেশাল ক্রিকেটার হলে সে ঈশ্বরপ্রদত্ত প্রতিভা নিয়েই জন্মায়। এমনিতেই পৃথ্বী কলম্পিট প্যাকেজ। ওকে নতুন করে ভাঙা-গড়ার প্রয়োজন নেই।''

আরও পড়ুন আসন পুনরুদ্ধার সম্রাটের, কোহলি ভাঙলেন ব্র্যাডম্যানের রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ দুটো টেস্ট দলের জন্য নির্বাচিত দলে পৃথ্বী শ রয়েছেন। অনেক কম বয়সে জাতীয় দলের ডাক। কিন্তু এমনটা যে হবে তা সচিন বলে দিয়েছিলেন দশ বছর আগে। মাস্টার ব্লাস্টার বলছেন, ''প্রায় দশ বছর আগে আমার এক বন্ধু ওর খেলা দেখতে বলেছিল। আমাকে বলেছিল ওরা খেলা দেখে আমি যেন ওকে কিছু পরামর্শ দিই। আমি ওর সঙ্গে একটা সেশন কাটিয়েছিলাম। তার পর ওকে ছোট ছোট কয়েকটা টিপস দিই। তার কিছুদিন পর আমি আমার সেই বন্ধুকে ডেকে বলেছিলাম, এই ছেলেটাকে দেখে রাখো। ও ভবিষ্যতে ভারতের হয়ে খেলবে।'' 

.