ICC World Cup 2023: কাপযুদ্ধের আগেই একাধিক ক্রিকেটারের চোট! রোহিত কারণ জানিয়ে ফুঁসছেন এবার

Teams across the world facing injuries due to excessive travel, says Rohit Sharma: রোহিত শর্মা এবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন যে, কেন এত ক্রিকেটারদের চোট লাগছে!

Updated By: Sep 19, 2023, 02:13 PM IST
ICC World Cup 2023: কাপযুদ্ধের আগেই একাধিক ক্রিকেটারের চোট! রোহিত কারণ জানিয়ে ফুঁসছেন এবার
রোহিত এবার জানালেন আসল কারণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অষ্টমবার এশিয়া কাপ (Asia Cup 2023) জিতে গত সোমবার মুম্বই ফিরেছে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। আর সেদিনই রাত ৮টা ৩০ মিনিটে ভারতীয় ক্রিকেট বোর্ড (The Board of Control for Cricket in India, BCCI) ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। রোহিতের সঙ্গেই প্রযুক্তির মাধ্যমে যুক্ত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। রোহিত এই সাংবাদিক বৈঠকে কথা বললেন ক্রিকেটারদের চোট নিয়ে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের একাধিক ক্রিকেটারের এই মুহূর্তে চোট। ভারতীয় দলে অক্ষর প্য়াটেল (Axar Patel) ও শ্রেয়স আয়াররাও (Shreyas Iyer) চোটে কাবু। রোহিত কারণ জানিয়ে ফুঁসছেন রীতিমতো। 

আরও পড়ুন: India vs China | Asian Games 2023: এশিয়াড অভিযানে সুনীলের ভারত, জানুন খেলা দেখার প্রতিটি রাস্তা

ভারত দলে সবচেয়ে বড় চমক রেখেছে একটাই। ২০২২ সালের পর ফের দলে ফিরলেন দেশের মহাতারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ঘটনাচক্রে বিশ্বকাপের দলে কিন্তু তিনি নেই। তাহলে কি অশ্বিনকে কাপযুদ্ধে ফেরাবে ভারত! এই সম্ভাবনাই জিইয়ে রাখল টিম। এর পাশাপাশি প্রথম দুই ম্য়াচে রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিতের বদলে ক্যাপ্টেন হচ্ছেন চোট সারিয়ে এশিয়া কাপে ফেরা কেএল রাহুল। তবে তৃতীয় ওয়ানডে ম্য়াচে রোহিত-বিরাট-হার্দিক তিন জনেই ফিরছেন। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে অক্ষর প্য়াটেল চোট পেয়েছিলেন। স্টার অলরাউন্ডার ফাইনালে খেলেননি। তাঁর জায়গায় দলে সুযোগ পান ওয়াশিংটন সুন্দর। সেই ওয়াশিংটন রয়েছেন প্রথম দুই ওয়ানডে ম্য়াচে। রোহিত বললেন, 'আমাদের সুযোগই থাকে সকলকে সুযোগ দেওয়া। আমরা যদি ১১ জনই সারা বছর খেলে যাই, তাহলে আর বেঞ্চ শক্তিশালী করা যাবে না।  দেখুন অনান্য দলকেও চোট ভোগাচ্ছে। আসলে প্রচুর সফর করতে হচ্ছে সবাইকে। ১১টা ম্য়াচ খেলার জন্য ক্রিসক্রস দেশ ঘুরতে হচ্ছে। প্রচুর ম্য়াচ খেলার জন্যই প্রচুর ঘুরতে হচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই যে, যারা বাইরে রয়েথে, তারা যেন কিছু ম্য়াচ খেলে আত্মবিশ্বাস ফিরে পায়। এটা যেন না ভাবে যে, আচমকাই তাদের দলে ছুড়ে দেওয়া হল। প্লেয়ারদের তৈরি থাকতে হবে। যে কোনও সময়ে, যে কোনও কাউকে ডাকা হতে পারে। নিজেকে শক্তিশালী রাখতে হবে। স্পোর্টসপার্সনদের সব সময় তৈরি থাকতে হয়। দলে ডাক পেলে পারফর্ম করতে হবে। সুযোগ আসবেই। বছরের পর বছর দেখছি আমরা। বেঞ্চ শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। সবসময় সুযোগ দেওয়ার সুযোগ খুঁজি আমরা।'

প্রথম দু'টি ওয়ানডে ম্য়াচে ভারতের দল: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক) রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান (উইকেটরক্ষক), শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা

শেষ তথা তৃতীয় ওয়ানডে ম্য়াচে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক হিসেবে ফিরছেন), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্য়াটেল (খেলা ফিটনেসের উপর নির্ভর করছে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ও মহম্মদ সিরাজ

আরও পড়ুন: Sourav Ganguly: 'শুরুতেই তো বলেছিলাম...'! দুই নক্ষত্রের নাম মহারাজের মুখে, দিলেন বিরাট বার্তা

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.