ICC World Cup 2019: ম্যাঞ্চেস্টারে মহারণ! ক্যারিবিয়ানদের সামনে ২৬৯ রানের টার্গেট দিল ভারত
দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন কিং কোহলি।
নিজস্ব প্রতিবেদন: ম্যাঞ্চেস্টারে মহারণ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডার। অধিনায়ক বিরাট কোহলির ৭২ রান আর শেষ দিকে ধোনি-হার্দিক জুটিতে ভর করে ৭ উইকেটে ২৬৮ রান তুলল ভারত। গেইলদের সামনে জেতার জন্য টার্গেট ২৬৯ রানের।
Innings Break#TeamIndia post a total of 268/7 on board. Over to the bowlers now #CWC19 pic.twitter.com/TIMYKSks7u
— BCCI (@BCCI) June 27, 2019
বিশ্বকাপে অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে আজ মাস্ট উইন গেম ক্যারিবিয়ানদের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এদিন টস জিতে ব্যাটিং-র সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।ভারতীয় দল অবশ্য আফগানিস্তান ম্যাচের প্রথম একাদশই অপরিবর্তিত রাখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এদিন শুরুটা ভালো হয়নি ভারতের। ১৮ রানে আউট হন রোহিত শর্মা। যদিও রোহিতের আউট নিয়ে বিতর্ক থাকছেই। সেট হয়ে সাজঘরে ফিরে গেলেন রাহুল। ৬৪ বলে করেন ৪৮। বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করলেও বড় রান করতে পারলেন না ৮২ বলে ৭২ রান করেন ক্যাপ্টেন কোহলি। তার আগে ওল্ড ট্র্যাফোর্ডে ৩৭ রান করতেই মাইলস্টোন স্পর্শ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন কিং কোহলি। সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হতে সময় নিয়েছিলেন ৪৫৩ ইনিংস। কোহলি সেখানে ৪১৭ ইনিংসে ২০ হাজার রান করলেন।
A disciplined bowling performance from West Indies restricts India to 268/7. #ViratKohli top-scored with a 82-ball 72, while Kemar Roach (3/36) was the with the ball. #WIvIND | #CWC19#MenInMaroon#TeamIndia pic.twitter.com/2AVEqRvwo3
— Cricket World Cup (@cricketworldcup) June 27, 2019
চূড়ান্ত ব্যর্থ ভারতীয় মিডল অর্ডার। চার নম্বরে নেমে বিজয় শঙ্কর করেন ১৪ রান। কেদার যাদব করেন ৭ রান। হার্দিক পাণ্ডিয়া ৩৮ বলে ৪৬ রান করেন। ৫৬ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ভারত শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ৩টি, কটরেল ও হোল্ডার ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন - ICC World Cup 2019: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্বরেকর্ড কিং কোহলির