Team India: তিন ঐতিহাসিক লজ্জা, মাথা হেঁট হার্দিকদের, অপ্রত্যাশিত বললেও কম!

Team India Creates Unwanted Records With T20I Series Defeat Against West Indies: এক নয়, তিন তিনটি লজ্জার রেকর্ডে নাম লেখা হল হার্দিক পাণ্ডিয়া অ্য়ান্ড কোংয়ের। অপ্রত্যাশিত বললেও কম বলা হবে।

Updated By: Aug 14, 2023, 04:34 PM IST
 Team India: তিন ঐতিহাসিক লজ্জা, মাথা হেঁট হার্দিকদের, অপ্রত্যাশিত বললেও কম!
লজ্জার রেকর্ড হার্দিকদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ টি-২০ বিশ্বকাপের ( T20 World Cup 2022) পর থেকেই, ভারতীয় দলের টি-টোয়েন্টি সেটআপে বিরাট পরিবর্তন এসেছে, তা দিনের আলোর মতোই পরিষ্কার। ভারতীয় ক্রিকেট বোর্ডে একদম বুঝিয়ে দিয়েছে যে, হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে খেলবে নতুন ভারত। যেখানে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের। বিরাট কোহিল (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মতো সিনিয়র ব্যাটিং নক্ষত্রদের কুড়ি ওভারের ফরম্যাটে বিশ্রামই দেওয়া হচ্ছে। 

হার্দিকের নেতৃত্বে ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-২ হেরেছে। মার্কিন মুলুকে রাখা হয়েছিল শেষ জোড়া টি-টোয়েন্টি। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে হয়েছে খেলা। চতুর্থ টি-২০ ম্যাচে, ভারত ৯ উইকেটে হেসে-খেলে ম্যাচ জিতে সিরিজে দারুণ ভাবে প্রত্যাবর্তন করে। কিন্তু পঞ্চম তথা শেষ টি-২০ ম্য়াচে ভারতকে আট উইকেটে উইন্ডিজকে হারিয়ে সিরিজ পকেটে পুরে ফেলে। এই সিরিজেই ভারতের সঙ্গে জুড়েছে অকল্পনীয় রেকর্ড। ভারতের এই বিপর্যয় যা মেনে নেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: 'একটা সিরিজ হারলে কিস্যু যায় আসে না'! সিরিজ খুইয়েও অধিনায়ক নিস্পৃহ

তিন ঐতিহাসিক লজ্জায় মাথা হেঁট হল হার্দিকদের

প্রথম ভারতীয় দল হিসেবে হার্দিক অ্যান্ড কোং শেষ ২৫ মাসে কোনও আন্তর্জাতিক টি-২০ সিরিজ হারল।

যদি দ্বিপাক্ষিক অ্যাসাইনমেন্ট দেখা হয়, তাহলে ১৭ বছরে এই প্রথম ভারত হারল ওয়েস্ট ইন্ডিজের কাছে।

এই সিরিজের আগে ভারত কখনও কোনও টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ হারেনি।

তিন ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার পাট চুকিয়ে, ভারতীয় দল যাবে 'পান্না দ্বীপে'। এবার মিশন আয়ারল্যান্ডে । তিনটি টি-২০ ম্যাচই হবে মালাহাইডে। ডাবলিনের উপকণ্ঠে ১৮ অগস্ট থেকে ২৩ অগস্ট পর্যন্ত চলবে কুড়ি ওভারের ফরম্যাটে দুই দলের ব্যাট-বলের ব্যাটল। জসপ্রীত বুমরার  নেতৃত্বে খেলবেন ভারতের একঝাঁক তরুণ ক্রিকেটার।

আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে ১৫ সদস্যের ভারতীয় দলজসপ্রীত বুমরা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), জিতেশ শর্মা (উইকেট কিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান।

আরও পড়ুন: Team India: চলে এল চমকে দেওয়ার মতো আপডেট, বিশ্বকাপের আগেই নতুন কোচ বেছে নিল বিসিসিআই!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Tags:
.