কটককে দু বছর নির্বাসনের শাস্তির সুপারিশ গাভাসকরের
কটকে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ চলাকালীন দর্শক অশান্তির জেরে ম্যাচ সাময়িক বন্ধ থাকার ঘটনায় বিরক্ত সুনীল গাভাসকর। জিত, হার খেলার অঙ্গ অথচ কটকের দর্শকরা সেটা মেনে নিতে পারেনি। এই জন্য কটকের শাস্তি পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন সানি।
ওয়েব ডেস্ক: কটকে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ চলাকালীন দর্শক অশান্তির জেরে ম্যাচ সাময়িক বন্ধ থাকার ঘটনায় বিরক্ত সুনীল গাভাসকর। জিত, হার খেলার অঙ্গ অথচ কটকের দর্শকরা সেটা মেনে নিতে পারেনি। এই জন্য কটকের শাস্তি পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন সানি।
শাস্তি হিসেবে দু বছর কটকের কাছ থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অধিকার কেড়ে নেওয়া উচিত বলে বললেন গাভাসকর। সেই সঙ্গে আগামী দু বছর ওডিশা ক্রিকেট সংস্থাকে সব ধরনের সাহায্য দেওয়াও বোর্ডের বন্ধ করা উচিত বলে জানালেন সানি।
কটকের বারাবাটি স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসের কড়া সমালোচনা করেছেন সানি। বলছেন, ''পুলিসকে দেখে মনে হচ্ছিল ওর শুধু খেলা দেখতে এসেছে। যখন দর্শকরা ঢিল ছুড়ছিল তখন ওরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ''