Asian Games 2023: কাউকে সোনা নিতে দিলেন না তেজিন্দর, চিনের বদমায়েশিতেও জ্যোতির দখলে রুপো!

Tajinderpal Singh Toor Defend Gold,  Jyothi Yarraji was upgraded to silver: দেশকে অ্যাথলেটিক্সে দ্বিতীয় সোনা এনে দিলেন ভারতীয় স্টার শট পাটার তেজিন্দরপাল সিং তুর। চিনেয় বদমায়েশিতেও জ্য়োতি ইয়ারাজি জিতলেন রুপো।

Updated By: Oct 1, 2023, 08:16 PM IST
Asian Games 2023: কাউকে সোনা নিতে দিলেন না তেজিন্দর, চিনের বদমায়েশিতেও জ্যোতির দখলে রুপো!
তেজিন্দর ও জ্যোতি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়ান গেমসে উড়ছে ভারতের পতাকা (Asian Games 2023)। রবিবাসরীয় এশিয়াডে চিনের মাটিতে দেশকে ১৩ নম্বর সোনার পদক। এদিন সকালে অবিনাশ সাবলে খুলে দিয়েছিলেন গোল্ডেন গেট। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেসে সোনা জেতেন তিনি, দিনের দ্বিতীয় সোনা এল তেজিন্দরপাল সিং তুরের (Tajinderpal Singh Toor) হাত ধরে। এরসঙ্গেই অ্যাথলেটিক্সে ভারতের দ্বিতীয় সোনা চলে এল। 

আরও পড়ুন: Asian Games 2023: এশিয়াডে রাজকীয় রবি, এখনও পর্যন্ত ডজন পদক, তালিকায় চারে ভারত

দেশের তারকা শট পাটার তেজিন্দর যে সোনা এনে দেবেন, তা একপ্রকার প্রত্যাশিতই ছিল। এদিন ২০.৩৬ মিটার থ্রো করে তেজিন্দরের গলাতেই রইল সোনার পদক। ২৮ বছরের পঞ্জাবি যুবক চতুর্থ ভারতীয় শট পাটার হিসেবে এশিয়াড পদক ধরে রাখলেন। গতবার জাকার্তাতেও তেজিন্দর ২০.৩৬ মিটার ছুড়ে গলায় পরেছিলেন সোনার পদক। পরদুমন সিং ব্রার (১৯৫৪, ১৯৫৮), যোগিন্দর সিং (১৯৬৬, ১৯৭০) ও বাহাদুর সিং চৌহান (১৯৭৮, ১৯৮২) অতীতে তেজিন্দরের মতোই  শট পাটে পদক ধরে রেখেছিলেন।

এদিন কিন্তু তেজিন্দরকে একদমই ছন্দে দেখাচ্ছিল না। প্রথম পাঁচটি প্রচেষ্টায় তিনটিই ফাউল করে বসেন তিনি। প্রথম দু'টি থ্রো বাতিল হওয়ার পর তেজিন্দর তৃতীয় থ্রোয়ে লোহার বলটিকে ১৯.২১ মিটার দূরে পাঠিয়ে ছিলেন। এরপরের থ্রোয়ে তেজিন্দর ২০.০৬ মিটারের দূরত্ব পার করে যান। তবে সেই থ্রোয়েও কাজের কাজ হয়নি। সৌদি আরবের মহমেদ দাউদা টোলো তেজিন্দরকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ২০.১৮ মিটার থ্রো করে। অবশিষ্ট দু'টি থ্রোয়ের মধ্যে পঞ্চম থ্রোটিও বাতিল হয়ে যায় তেজিন্দরের। যেন ভাগ্যবিধাতা কিছুতেই সঙ্গ দিচ্ছিলেন না। কিন্তু ষষ্ঠ থ্রোয়ে তেজিন্দর ২০.৩৬ মিটার পার করেই সোনা নিশ্চিত করে ফেলেন। তেজিন্দারের দখলেই রয়েছে পুরুষদের শট পাটের এশীয় রেকর্ড। গত ১৯ জুন ভুবনেশ্বরে তিনি ২১.৭৭ মিটার দূরত্বে শট পাট ছুড়ে এই রেকর্ড করেছিলেন।

এদিন ভারতীয় হার্ডলার জ্যোতি ইয়ারাজি চূড়ান্ত নাটকীয়তার স্বাক্ষী থেকেছেন। ১০০ মিটার হার্ডলস ফাইনালে জ্যোতি ১২.৯১ সেকেন্ডে শেষ করেছিলেন। বছর চব্বিশের বিশাখাপত্তনমের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটকে প্রথমে ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছিল। আর এরপরেই ঝড় উঠে যায় নেটদুনিয়ায়। চিনের উ ইয়ানি ও জ্যোতির রিভিউ করে দেখেন ম্যাচ আধিকারিকরা, সেখানে দেখা যায়ে চিনের প্রতিদ্বন্দ্বী ফলস স্টার্ট করেছেন। যার জেরে জ্যোতির ব্রোঞ্জ বদলে যায় রুপোয়। ঘরের মাঠে চিনা প্রতিদ্বন্দ্বীর দৌড় বাতিল হয়ে যায়। ইভেন্টে সোনা আসে চিনের লিন ইউয়েরির (১২.৭৪ সেকেন্ড)। জাপানের ইউমি তানাকা প্রাথমিক ভাবে চতুর্থ স্থানে শেষ করেছিলেন। কিন্তু উ ইয়ানির ব্রোঞ্জ তাঁকে দিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ICC World Cup 2023: কাপযুদ্ধে তছনছ করবেন এই পাঁচ! ভবিষ্যদ্বাণী স্টেইনের, কিংবদন্তির তালিকায় এই ভারতীয়

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
 

.