Shakib Al Hasan | Bangladesh: 'এখনও পর্যন্ত এটাই আমাদের সেরা পারফরম্যান্স'! বিশ্বকাপ ব্যর্থতার পর বললেন সাকিব

সাকিব আল হাসান বলছেন যে, এর চেয়ে ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না তাদের। তাঁর মতে এখনও পর্যন্ত এটাই বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের সেরা পারফরম্যান্স।

Updated By: Nov 6, 2022, 04:34 PM IST
Shakib Al Hasan | Bangladesh: 'এখনও পর্যন্ত এটাই আমাদের সেরা পারফরম্যান্স'! বিশ্বকাপ ব্যর্থতার পর বললেন সাকিব
অকপট সাকিব।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের কাছে হেরেই বাংলাদেশ (Pakistan vs Bangladesh, T20 World Cup 2022) টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। রবিবার অ্যাডিলেডে (Adelaide Oval) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ডু-অর-ডাই ম্যাচে শেষ হাসি হেসেছে বাবর আজম (Babar Azam) অ্যান্ড কোং। টস জিতে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের (Shakib Al Hasan) বাংলাদেশ মাত্র ১২৭ রান তুলেছিল, নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে। জবাবে পাকিস্তান ১১ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে চলে গেল শেষ চারে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব বলছেন, তাঁদের এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না।

ম্যাচের পর সাকিব জানান, 'রেজাল্টের বিচারে এখনও পর্যন্ত এটাই আমাদের সেরা টি-২০ বিশ্বকাপ পারফরম্যান্স। নতুন ছেলেরা দলে এসেছে। কিছু পরিবর্তন হয়েছে। এর চেয়ে বেশি প্রত্যাশা ছিল না। ম্যাচের মাঝপথে আমরা ৭০ রানে এক উইকেট হারিয়ে ছিলাম। এই পিচে আমাদের মনে হয়েছিল ১৪৫-১৫০ রান যথার্থ হবে। কারণ নতুন ব্যাটারদের জন্য খেলা কঠিন হবে। চেয়েছিলাম সেট ব্যাটাররা এগিয়ে যাক। কিন্তু হয়নি। আমি আরও ভালো করতে পারতাম। যতদিন ফিট থাকব আমি ভালোবেসে খেলা চালিয়ে যাব।'

আরও পড়ুনPakistan vs Bangladesh | T20 World Cup 2022: শাহিন আগুনে ভস্মীভূত বাংলাদেশ! শেষ চারে চলে গেল পাকিস্তান

এদিন সৌম্য সরকার আউট হওয়ার পরেই ব্যাট করতে এসেছিলেন সাকিব। সাদাব খানের স্লো ফুলটস সাকিবের ব্যাটে লাগার পর পায়ে লেগে অন্য দিকে যায়। সাদাব এলবিডব্লিউয়ের আবেদন করার পর মাঠের আম্পায়ার কিছুক্ষণ অপেক্ষা করে আউট দিয়ে দেন। সাকিব সঙ্গে সঙ্গে ডিআরএস নেন।ডিআরএস-এ স্পষ্ট দেখা যায়, বল আগে ব্যাটে লেগেছে। কিন্তু তৃতীয় আম্পায়ারের দাবি, ব্যাটের সঙ্গে বলের কোনও যোগাযোগই হয়নি! স্নিকোমিটারে যা ধরা পড়েছে সেটি ব্যাটের মাটিতে লাগার শব্দ। বল সরাসরি সাকিবের পায়ে লেগেছে। তিনি আউটের সিদ্ধান্ত নেন। সাকিব বিশ্বাসই করতে পারছিলেন। প্রথমে অবাক হয়ে যান। তার পরে মাঠে থাকা দুই আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। যদিও এতে কোনও লাভ হয়নি। 'গোল্ডেন ডাক' হয়েই ফিরতে হয় সাকিবকে। যা নিয়ে বিতর্ক চলছে।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.