বিশ্বকাপ ফাইনালে কী করতে চলেছে সিএবি?

টি20 বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ দুর্দান্তভাবে আযোজন করেছে সিএবি। অমিতাভহ বচ্চন থেকে সচিন তেন্ডুলকর। সফকত আমানত আলি থেকে একঝাঁক নক্ষত্র হাজির ছিলেন ইডেনে। এবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টি-২০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করতে চায় সিএবি।

Updated By: Mar 29, 2016, 10:34 PM IST
বিশ্বকাপ ফাইনালে কী করতে চলেছে সিএবি?

ওয়েব ডেস্ক: টি20 বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ দুর্দান্তভাবে আযোজন করেছে সিএবি। অমিতাভহ বচ্চন থেকে সচিন তেন্ডুলকর। সফকত আমানত আলি থেকে একঝাঁক নক্ষত্র হাজির ছিলেন ইডেনে। এবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টি-২০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করতে চায় সিএবি।

অতীতের  পাঁচটি টি-২০ চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে সংবর্ধনা দিতে চাইছেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। যাদের মধ্যে রয়েছেন এমএস ধোনি, পল কলিংউড, ইউনিস খান, ড্যারেন স্যামি ও লাসিথ মালিঙ্গা। আইসিসি অনুমতি দিলে পুরুষদের ফাইনালে বিরতিতে অধিনায়কদের সংবর্ধন দেবে সিএবি। এ ছাড়াও ভারত তথা বাংলার সংস্কৃতিতে তুলে ধরার জন্য আট মিনিটের একটি সংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইছে সিএবি।

.