টি টোয়েন্টির নতুন `কৌশল` অধিনায়ক বদল

টি টোয়েন্টি ক্রিকেটকে অনেক কিছু নতুন জিনিস দিয়েছে। ব্যাটসম্যানের শটে বৈচিত্র, বোলারদের কৌশল এসবই দেখা গেছে ক্রিকেটের এই পুচকে সংস্করণে।

Updated By: Oct 2, 2012, 08:28 PM IST

টি টোয়েন্টি ক্রিকেটকে অনেক কিছু নতুন জিনিস দিয়েছে। ব্যাটসম্যানের শটে বৈচিত্র, বোলারদের কৌশল এসবই দেখা গেছে ক্রিকেটের এই পুচকে সংস্করণে। কিন্তু টি-২০ বিশ্বকাপে যেটা হল তা একেবারে অভিনব। রাতারাতি অধিনায়কই বদল করে ফেলা হল।
আসলে প্রতিপক্ষদের হারাতে বিভিন্ন রকমের কৌশল ব্যবহার করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তারই মধ্যে একটি কৌশল হল অধিনায়ক বদল। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে টস করার সময় অধিনায়ক মাহেলা জয়বর্ধনে কিংবা সহঅধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গায় হাজির ছিলেন কুমার সাঙ্গাকারা। পরে নিজেই কারণটি জানান জয়বর্ধনে। তাঁকে এবং ম্যাথিউসকে ম্যাচে স্লো ওভার রেটের জন্য নোটিস দেওয়া হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে আবার স্লো ওভার রেট হলে দুজনের মধ্যে একজনের নির্বাসিত হওয়ার সম্ভাবনা ছিল। নির্বাসন এড়াতেই ইংল্যান্ড ম্যাচে কাগজে-কলমে সাঙ্গাকারাকে অধিনায়ক করা হয়েছিল।

.