চ্যাম্পিয়ন সমীর, ফাইনালে হারলেন সাইনা
চিনে এই প্রতিযোগিতায় সমীর ছাড়া ভারত থেকে খেলার যোগ্যতা অর্জন করেছেন শুধু পিভি সিন্ধু।
নিজস্ব প্রতিবেদন : সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন সমীর ভার্মা। মেয়েদের সিঙ্গলসে ফাইনালে হেরে রানার্স হলেন সাইনা নেহওয়াল।
আরও পড়ুন - বিরাট ঝড়ে সিডনিতে অজিদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া
ফাইনালে চিনের গুয়াংঝু লু-কে ১৬-২১, ২১-১৯, ২১-১৪ গেমে হারালেন বিশ্বের ১৬ নম্বর সমীর ভার্মা। সুইস ওপেন এবং হায়দরাবাদ ওপেনের পরে চলতি মরশুমে তৃতীয় খেতাব ছিনিয়ে নেন তিনি।সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতায় টানা দ্বিতীয় বছরেও এই খেতাব জিতলেন তিনি। শুধু তাই নয়, মরশুমের শেষে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে নামারও যোগ্যতা অর্জন করলেন সমীর। চিনে এই প্রতিযোগিতায় সমীর ছাড়া ভারত থেকে খেলার যোগ্যতা অর্জন করেছেন শুধু পিভি সিন্ধু।
Former three-time winner Saina Nehwal suffered a straight game defeat while reigning champion Sameer Verma managed to defend his title to win the Syed Modi International World Tour Super 300 finals
Read @ANI Story | https://t.co/YLG29R39qn pic.twitter.com/rCbvcXZKKR
— ANI Digital (@ani_digital) November 25, 2018
মরশুমের শেষে ট্যুর ফাইনাল প্রতিযোগিতার প্রস্তুতির জন্য পি ভি সিন্ধু না থাকায় সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে সাইনা নেহওয়ালের ওপরেই ভরসা রেখেছিলেন ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীরা। কিন্তু শেষ লড়াইয়ে হার মানলেন সাইনা। চিনের হান ইউয়ে সাইনাকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন। খেলার ফল ১৮-২১, ৮-২১।