হুড খোলা জিপে চেপে জনস্রোত পেরিয়ে বাড়ি ফিরলেন সোনার মেয়ে স্বপ্না

সোনা জয়ের পর এই প্রথম জলপাইগুড়ির মাটিতে পা রাখলেন স্বপ্না।

Updated By: Sep 28, 2018, 08:59 PM IST
হুড খোলা জিপে চেপে জনস্রোত পেরিয়ে বাড়ি ফিরলেন সোনার মেয়ে স্বপ্না

নিজস্ব প্রতিনিধি : বিশ্ববাংলা থেকে পাতকাটা ঘোষপাড়া। ১৩ কিলোমিটার পথ। এই পথে রোজ মায়ের সঙ্গে সাইকেলে চেপে প্র‍্যাকটিসে যেতেন স্বপ্না বর্মন। তখন বড়জোর সময় লাগত মিনিট কুড়ি। আজ সেই পথ দিয়েই স্বপ্নার বাড়ি ফিরতে সময় লেগে গেল প্রায় পৌনে দু ঘন্টা। তাও গাড়িতে চেপে। ঘরে ফিরল সোনার মেয়ে স্বপ্না বর্মন।নাচে গানে  ঢাক-ঢোল পিটিয়ে বাধন ছাড়া আনন্দে বরণ করে স্বপ্নাকে বাড়ি নিয়ে এল এলাকাবাসী।

আরও পড়ুন-  কাল আইএসএল অভিযানে নামছে এটিকে, সৌরভ বলছেন, 'বড় দিন'!
 

সোনা জয়ের পর এই প্রথম জলপাইগুড়ির মাটিতে পা রাখলেন স্বপ্না। বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে সাই এর ক্যাম্পে আসা মাত্রই তাকে সম্বর্ধনা জানান ক্যাম্প ইনচার্জ ওয়াসিম আহমেদ। শহরবাসীরা সম্বর্ধনায় ভরিয়ে দেন এশিয়ান গেমসে সোনাজয়ী মেয়েকে। হুড খোলা জিপে চেপে মানুষের উচ্ছ্বাসের মাঝখান দিয়ে ঘরে ফিরলেন স্বপ্না বর্মন। রাস্তায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন-  তাসের ঘরের মতো ভাঙল বাংলাদেশ, ভারতের সামনে ২২৩ রানের লক্ষ্য

বাড়ি ফিরে প্রথমে মায়ের সঙ্গে সোজা কালী মন্দিরে যান স্বপ্না। প্রনাম সারার পর একে একে মিষ্টি মুখ করায় বাড়ির সবাই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবেগাপ্লুত স্বপ্না চোখের জল আটকাতে পারেননি। চোখ মুছতে মুছতে বলে ফেলেন, ''আমাকে দেখতে এত লোক এসেছেন ভাবতেই পারছি না। এত মানুষ আমাকে ভালবাসেন তা আগে জানতাম না। সকল কে ধন্যবাদ। এখন কিছুদিন বাড়িতে থাকব। বেশ কিছু অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রন রয়েছে।'' 

.