Mohammed Azharuddin On Suryakumar Yadav: 'অনেকদিন পর তিন ফরম্যাটে খেলার মতো ব্যাটার এসেছে'
Mohammed Azharuddin On Suryakumar Yadav: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুই টেস্টে ম্যাচের দল বেছে নেওয়া হয়েছে। সাদা বলের ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে টেস্ট টিমে ডাক পেয়েছেন ঈশান কিশান ও সূর্যকুমার যাদব। এই দুই ক্রিকেটারের সংযোজন নিয়ে বড় কথা বলে দিলেন মহম্মদ আজহারউদ্দিন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতে আসছে ক্রিকেটের অন্যতম দুই হেভিওয়েট দল-নিউজিল্যান্ড ( New Zealand) ও অস্ট্রেলিয়া (Australia)। গত শুক্রবার কেন উইলিয়ামসন (Kane Williamson) ও প্যাট কামিন্সদের (Pat Cummins) বিরুদ্ধে দল ঘোষণা করেছে বিসিসিআই। চেতন শর্মার (Chetan Sharma) জাতীয় নির্বাচক কমিটি, কিউয়িদের বিরুদ্ধে সাদা বলের সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টেস্টের জন্যও দল বেছে নিয়েছে। ঈশান কিশান (Ishan Kishan) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টেস্ট দলে ডাক পেয়েছেন। এই দুই ক্রিকেটারের ভবিষ্য়ত নিয়েই বড় কথা বলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)।
আরও পড়ুন: IND vs SL: বিরাটের পর সিরাজের দাপট, ৩১৭ রানে জিতে শ্রীলঙ্কাকে একদিনের সিরিজেও চুনকাম করল ভারত
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন মহারথী বলেন, 'আমার মনে হয় সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের ভিত্তিতেই, ঈশান কিশান ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছে। ও কিন্তু উইকেটকিপার-ব্যাটার হিসাবে শক্তিশালী দাবিদার। ও বাঁ-হাতে ব্যাট করে আবার।' অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে দ্রুততম আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরি করেও, ঈশানকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেঞ্চেই বসতে হয়েছে। এই প্রসঙ্গে আজহারউদ্দিন বলেন, 'একজন প্লেয়ার যখন ফর্মে থাকে, তাকে বেঞ্চে বসানো ঠিক নয়।' সূর্যকুমারের ভূয়সী প্রশংসা করেছেন আজহার। তিনি বলছেন, 'সূর্যকুমারের মধ্যে দেশের হয়ে তিন ফরম্যাটে খেলারই সম্ভাবনা রয়েছে। ও শেষ রঞ্জি ম্যাচেও ভালো করেছে। আমি সূর্যকুমারের যতটা খেলা দেখেছি, তাতে করে মনে হয়েছে, ও বিরাট কোহলি, রোহিত শর্মার মতোই তিন ফরম্যাটে খেলতে পারে। অনেকদিন পর তিন ফরম্য়াটে খেলার মতো ব্যাটার এসেছে ভারতে। ভারতীয় দলে সুযোগ পাওয়া অত্যন্ত কঠিন। এই দুই ব্যাটারকেই নিজেদের প্রমাণ করতে হবে সুযোগ পাওয়ার পর।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)