FIFA bans AIFF: ফুটবলের মতো অলিম্পিক্সেও নির্বাসনের আশঙ্কা! কোন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?
FIFA bans AIFF: কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের হাতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালন ক্ষমতা গেলে ভারত সব ধরণের প্রতিযোগিতা (অলিম্পিক স্পোর্টস) থেকে নির্বাসিত হতে পারে। এমনকি ভারতকে অলিম্পিক্সের আসর থেকেও দূরে সরিয়ে রাখা হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করে শীর্ষ আদালতের দ্বারস্ত হয়েছিল ভারতীয় অলিম্পিক সংস্থা। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। সেই শুনানিতেই বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিন প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ এমন রায় দেন।
জি ২৪ ঘন্টা ব্যুরো রিপোর্ট : ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (All India Football Federation) ইতিমধ্যেই নির্বাসিত করেছে ফিফা (FIFA)। একই ভাগ্য কি হতে চলেছে ভারতীয় অলিম্পিক্সেরও (Indian Olympic Association)! দিল্লি হাই কোর্ট (Delhi High Court) নির্দেশ দিয়েছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থার দায়িত্ব সামলাবে তিন সদস্যের প্রশাসক কমিটি (COA)। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিল সংস্থা। তবে এআইএফএফ-এর নির্বাসিত করার ঘটনা থেকে শিক্ষা নিয়েই দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। ফিফার নির্বাসন থেকে শিক্ষা নিয়ে আইওএ-এর দায়িত্ব নেওয়া থেকে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সকে বিরত করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট যে রায় দিয়েছিল, বৃহস্পতিবার তাতে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।
আরও পড়ুন: ধোনি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আরও পড়ুন: Rohit Sharma, IND vs PAK : বাবর আজমের পাকিস্তানকে বুঝে নেবে ভারত, হুঙ্কার দিলেন 'হিটম্যান'
কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের হাতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালন ক্ষমতা গেলে ভারত সব ধরণের প্রতিযোগিতা (অলিম্পিক স্পোর্টস) থেকে নির্বাসিত হতে পারে। এমনকি ভারতকে অলিম্পিক্সের আসর থেকেও দূরে সরিয়ে রাখা হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করে শীর্ষ আদালতের দ্বারস্ত হয়েছিল ভারতীয় অলিম্পিক সংস্থা। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। সেই শুনানিতেই বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিন প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ এমন রায় দেন।
আসলে ফিফার মতোই আন্তর্জাতিক অলিম্পক সংস্থাও কোনও জাতীয় সংস্থায় 'তৃতীয় পক্ষের হস্তক্ষেপ' বরদাস্ত করে না। নির্বাচিত কমিটির বাইরে অন্য কারও হাতে ক্ষমতা গেলে সংশ্লিষ্ট দেশকে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া হয় না। অর্থাৎ পরিচালন সমিতিতে বেনিয়ম দেখলে সেই দেশকে নির্বাসিত করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। এক্ষেত্রে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের হাতে আইওএ-র দায়িত্ব গেলে ভারতের নির্বাসিত হওয়ার সম্ভাবনা ছিল। তাই এমন নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।