মোহনবাগান নির্বাসনে, কী বলছেন দু দলের সমর্থকরা

আই লিগে কলকাতার ডার্বি ম্যাচে খেলার মাঝপথে দল তুলে নেওয়ায় দু বছর ভারতের সেরা এই ফুটবল প্রতিযোগিতায় খেলতে পারবে না মোহনবাগান। এই সিদ্ধান্তের পর গোটা রাজ্য উত্তাল। শহরে বিক্ষোভও হল। ফেসবুক, টুইটার দেশের ফুটবলপ্রেমীদের প্রতিক্রিয়ার ঢেউ আছড়ে পড়ল। চলুন এক নজরে দেখেনি মোহনবাগান সমর্থক, আর ইস্টবেঙ্গল সমর্থকরা কি বলছেন।

Updated By: Dec 29, 2012, 04:47 PM IST

আই লিগে কলকাতার ডার্বি ম্যাচে খেলার মাঝপথে দল তুলে নেওয়ায় দু বছর ভারতের সেরা এই ফুটবল প্রতিযোগিতায় খেলতে পারবে না মোহনবাগান। এই সিদ্ধান্তের পর গোটা রাজ্য উত্তাল। শহরে বিক্ষোভও হল। ফেসবুক, টুইটার দেশের ফুটবলপ্রেমীদের প্রতিক্রিয়ার ঢেউ আছড়ে পড়ল। চলুন এক নজরে দেখেনি মোহনবাগান সমর্থক, আর ইস্টবেঙ্গল সমর্থকরা কি বলছেন।

মোহনবাগান সমর্থকরা কী বলছেন---
আমাদের প্রতি অন্যায় হয়েছে। চক্রান্ত করে আমাদের খেলতে দেওয়া হল না।
সেদিন মাঠে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না।
আমাদের রহিম নবিকে ঢিল ছুঁড়ে মাথা ফাটিয়ে দেওয়া হল। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, তখন খেলা চালিয়ে যাওয়া অসম্ভব ছিল।
ফেডারেশন বরাবরই একচোখা। সেদিনের ম্যাচে ওডাফাদের পরিকল্পনামাফিক উসকে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। বিচারের সময় এই বিষয়টাও মাথায় রাখা উচিত ছিল।
(আপনিও কি মোহনবাগান সমর্থক। তাহলে এই কপির নীচে আপনাদের মতামত জানান)

ইস্টবেঙ্গল সমর্থকরা কী বলছেন---

আমাদের কাছে মোটেও আনন্দের দিন নয়। মোহনবাগানকে হারানোর মজাটাই আলাদা।
তবে হারের ভয় খেলবো না এমন সিদ্ধান্তের জন্য শাস্তিটা প্রাপ্য।
দু`বছর না হয়ে শাস্তিটা কম হলে ভাল হত। কিছু পয়েন্ট কেটে নেওয়াটাই ঠিক ছিল।
(আপনিও কি ইস্টবেঙ্গল সমর্থক তাহলে মোহনবাগানের শাস্তি নিয়ে নিজের মতামত জানান।

.