বিক্ষোভের মুখে বাগান কর্তারা, ক্রীড়ামন্ত্রীর সমর্থন

আই লিগ থেকে নির্বাসনের পর মোহনবাগান সমর্থকরা ক্ষোভে ফেটে পড়লেন। ক্লাব কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ একেবারে চরমে উঠল। মোহনবাগান ক্লাব চত্ত্বরে কয়েকশো সমর্থক মুখে কালো কাপড়, স্লোগান তুলে কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ দেখান। এমনকী ক্লাবে ঢুকতেও বাধা পান সচিব অঞ্জন মিত্র। বাদ যাননি অর্থ সচিব দেবাশিষ দত্তও। ফেসবুকেও বেশ কয়েকজন মোহন সমর্থককে ক্লাব কর্তাদের বিরুদ্ধে সরব হলেন।

Updated By: Dec 29, 2012, 06:16 PM IST

আই লিগ থেকে নির্বাসনের পর মোহনবাগান সমর্থকরা ক্ষোভে ফেটে পড়লেন। ক্লাব কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ একেবারে চরমে উঠল। মোহনবাগান ক্লাব চত্ত্বরে কয়েকশো সমর্থক মুখে কালো কাপড়, স্লোগান তুলে কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ দেখান। এমনকী ক্লাবে ঢুকতেও বাধা পান সচিব অঞ্জন মিত্র। বাদ যাননি অর্থ সচিব দেবাশিষ দত্তও। ফেসবুকেও বেশ কয়েকজন মোহন সমর্থককে ক্লাব কর্তাদের বিরুদ্ধে সরব হলেন।
ক্লাব তাঁবুতে সমর্থকদের বিক্ষোভ যখন তুঙ্গে, তখন ক্লাব সচিব সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন ফেডারেশনের ১৭ পাতার রিপোর্ট তারা হাতে পেয়েছেন। ক্লাবে বৈঠকের পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। রায় নিয়ে আইনজ্ঞদের সঙ্গে কথা বলা হবে বলেও জানান অঞ্জন মিত্র। বিতর্কে ডার্বি ম্যাচে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলেও জানিয়েছেন সবুজ মেরুন সচিব। শাস্তি পুর্নবিবেচনা করতে ফেডারেশনকে অনুরোধও করা হল।
ব্যাথিত ক্রীড়ামন্ত্রী মদন মিত্র-- ডার্বি কাণ্ডে মোহনাবাগান দোষী সাবস্ত্য হওয়ায় ব্যাথিত ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। মোহনবাগানের শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি। ডার্বি ম্যাচে মোহনবাগানের দল তুলে নেওয়াকে সমর্থন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

.