Sunil Gavaskar | Gautam Gambhir: 'তাহলে কি গম্ভীরকে দোষ দেবেন!' আচমকাই কেন ফুঁসছেন গাভাসকর?

Sunil Gavaskar Reacts Andre Russel Innings And Gautam Gambhir Influence: গৌতম গম্ভীরের স্পর্শেই কি রাসেল ফিরলেন রাসেলে! এই আলোচনা একেবারে থামিয়ে দিলেন গাভাসকর!  

Updated By: Mar 24, 2024, 06:12 PM IST
Sunil Gavaskar | Gautam Gambhir: 'তাহলে কি গম্ভীরকে দোষ দেবেন!' আচমকাই কেন ফুঁসছেন গাভাসকর?
অকপট সানি রাসেল ইস্য়ুতে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তদশ আইপিএলে দারুণ শুরু করেছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বেগুনিবাহিনীর। সানরাইজার্স হায়দরাবাদকে শেষ ওভারে চার রানে হারিয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করেছে কলকাতা (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad) নাইট রাইডার্স। গত শনিবার ইডেন গার্ডেন্সে ধেয়ে এসেছিল আন্দ্র রাসেল ( Andre Russel) ঝড়। বহুদিন পর আইপিএল দেখেছে 'রাসল মাসল'- এর আস্ফালন। চেনা চার-ছক্কার বন্য়ায় ফের জয় হৃদয় জয় করেছেন জামাইকান পাওয়ার হিটার। সাত ছক্কা ও তিন চারে ২৫ বলের বিধ্বংসী ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রাসেলকে দীর্ঘদিন পর চেনা ফর্মে দেখে অনেকেই বলেছেন যে, রাসেল আবার রাসেলে ফিরেছেন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জাদুস্পর্শে। তবে কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) এই তত্ত্ব একেবারে মাঠের বাইরে পাঠিয়েছেন।

আরও পড়ুন: WATCH | RR vs LSG | IPL 2024: 'মাকড়সার জাল'-এ আটকাল খেলা! জয়পুরের যে ঘটনা নিয়ে এখন জোর চর্চা

গাভাসকর খেলা শেষে আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে বলেন, 'দেখুন আমাদের বাড়িয়ে না ভাবাই ভালো। রাসেল দারুণ ব্য়াট করেছে। তবে এর সঙ্গে কারোর কেকেআরে আসার কোনও সম্পর্ক নেই। রাসেল যদি পরের কয়েক'টা ইনিংসে ভালো না করতে পারে, তাহলে কি গৌতম গম্ভীরকে দোষ দেবেন? নিশ্চয়ই না, আমাদের একটু শান্ত হয়ে বুঝতে হবে। ভুবনেশ্বর কুমারের মতো একজন প্র্যাকটিস পিচে দুরন্ত ইয়র্কার দেয়। ম্য়াচে ও এমন বল করল, যা একেবারে আন্দ্রে রাসেলের আয়ত্তের মধ্য়ে। রাসেল যখন বল স্ট্যান্ডে পাঠায়, তখন কেউ ওকে থামাতে পারে না।'

আপামর কলকাতা নাইট রাইডার্সের ফ্য়ানদের জন্য় ২০২৩ সালের ২২ নভেম্বর তারিখটা ছিল ভীষণ স্পেশ্য়াল। তাঁদের প্রিয় প্রাক্তন ক্য়াপ্টেন গম্ভীর জুড়েছিলেন নাইটদের সঙ্গে। কেকেআরের আইপিএল জয়ী (২০১২, ২০১৪) একমাত্র অধিনায়ক আবার কেকেআরের ড্রেসিংরুমে। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে গোল্ডেন হ্য়ান্ডশেক করে গম্ভীর ফিরলেন চেনা ডেরায়। লখনউতে তিনি ঠিক যে কাজটা করতেন, কলকাতাতেও সেই একই কাজ করছেন। কেকেআরও গম্ভীরকে দলের মেন্টর হিসেবে নিয়োগ করেছে। কলকাতার 'ঘরের ছেলে' কাজ করছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে। ২০০৮-১০ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসে (অধুনা দিল্লি ক্য়াপিটালস) থাকার পর গম্ভীর ২০১১-২০১৭ পর্যন্ত ছিলেন নাইটদের সংসারে। আবার তিনি নাইট সদস্য়।

আরও পড়ুন: Harshit Rana | KKR vs SRH | IPL 2024: ইডেনের নায়ক খেলা শেষে 'ভিলেন'! নিজের দোষেই বিরাট ক্ষতি রানার

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.