Sunil Gavaskar | World Cup 2023: 'বাবা কি তোমাকে শেখায়নি!' সানির বিষাক্ত বাউন্সার বিদেশি নক্ষত্রকে, কিন্তু কেন?

Sunil Gavaskar Asks Mitchell Marsh Did your father not teach you to bat like this: সুনীল গাভাসকরের প্রশ্ন শুনে, মিচেল মার্শ যা বললেন তাই খবর হয়ে গেল। সানি সরাসরি বাবার প্রসঙ্গে চলে যান।

Updated By: Oct 17, 2023, 07:44 PM IST
Sunil Gavaskar | World Cup 2023: 'বাবা কি তোমাকে শেখায়নি!' সানির বিষাক্ত বাউন্সার বিদেশি নক্ষত্রকে, কিন্তু কেন?
গাভাসকরের বাউন্সার মিচেল মার্শকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপের (World Cup 2023) প্রথম দুই ম্য়াচ হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। আর এরপরেই প্যাট কামিন্স অ্যান্ড কোংকে নিয়ে সমালোচনার ঝড় উঠে যায় বাইশ গজে। কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতা দল। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow) শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাট করে ২০৯ রান তুলেছিল। অস্ট্রেলিয়া হাতে ৮৮ বল রেখে পাঁচ উইকেটে হেসেখেলে ম্য়াচ বার করে নেয়। এদিন ডেভিড ওয়ার্নারের সঙ্গে মিচেল মার্শ (Mitchell Marsh) ওপেন করতে নেমে ৫১ বলের ঝোড়ো ৫২ রানের ইনিংস খেলেন। হাঁকান নয়টি চার। ম্য়াচের পর মিচেলের সঙ্গে কথোপকথন সারেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। 

আরও পড়ুন: WATCH | Arijit Singh: অরিজিৎ এবার বিরুষ্কার হৃদয় জিতলেন, কীভাবে জানতে দেখুন বঙ্গতনয়ের ভিডিয়ো

মিচেল মার্শের বাবা জিওফ্রে মার্শও ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার। এমনকী মিচেলের দাদা শনও খেলেছেন জাতীয় দলের হয়ে। গাভাসকর মিচেলের মারকাটারি ইনিংসের প্রসঙ্গে তাঁকে ম্য়াচের পর বলেন, 'বাবা কি তোমাকে শেখায়নি এভাবে (ডিফেন্সিভ শটের অঙ্গভঙ্গি করে) খেলতে? কারণ তুমি নেমেই ব্যাং, ব্যাং, ব্যাং (মারকাটারি) মেজাজে খেলেছ'! যার উত্তরে মিচেল বলেন, 'আমি বাবার খারাপ স্ট্রাইক রেটের ক্ষতিপূরণ করছি।' এরপরেই হাসির রোল উঠে যায়।

জিওফ্রে আটের দশকের মাঝামাঝি সময় থেকে নয়ের দশকের শুরুর দিক পর্যন্ত  খেলেছেন। ৫০টি টেস্টে জিওফ্রে করেছেন ২৮৫৪ রান। তাঁর গড় ৩৫.১৩। জিওফ্রে খেলেছেন ১১৭টি আন্তর্জাতিক ওয়ানডে ম্য়াচ। করেছেন ৪৩৫৭ রান। পঞ্চাশ ওভারের ফরম্যাটে দেশের জার্সিতে, তাঁর স্ট্রাইক রেট ৫৫.৯৩। লাল বলের ক্রিকেটে জিওফ্রের চারটি সেঞ্চুরি রয়েছে। সাদা বলের ক্রিকেটে ন'বার শতরান করেছেন জিওফ্রে। তাঁর দুই ফরম্য়াটেই স্ট্রাইক রেট কহতব্য় নয়। 

আরও পড়ুন: WATCH: 'শাহিন আফ্রিদি কোনও ওয়াসিম আক্রম নয়'! লাইভে পাক পেসারকে ধুয়ে দিলেন শাস্ত্রী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.