WATCH | Arijit Singh: অরিজিৎ এবার বিরুষ্কার হৃদয় জিতলেন, কীভাবে জানতে দেখুন বঙ্গতনয়ের ভিডিয়ো

Arijit Singh Stole Heart Of Virat Kohli Anushka Sharma: অরিজিৎ সিং এবার হৃদয় জিতলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। যে ভিডিয়ো দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন।

Updated By: Oct 17, 2023, 06:28 PM IST
WATCH | Arijit Singh: অরিজিৎ এবার বিরুষ্কার হৃদয় জিতলেন, কীভাবে জানতে দেখুন বঙ্গতনয়ের ভিডিয়ো
অরিজিৎ সিংয়ের পা আজও মাটিতেই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে 'মাদার অফ অল ব্য়াটল'-এর (IND vs PAK | World Cup 2023) সাক্ষী ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium, Ahmedabad)। গত শনিবার মাঠের লক্ষাধিক দর্শকের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ উপহারের আয়োজন করেছিল। মহাযুদ্ধের আগে বিসিসিআই (BCCI) গানের অনুষ্ঠান 'আ মিউজিক্যাল ওডিসি'-র আয়োজন করেছিল। সুনিধি চৌহান, (Sunidhi Chauhan) শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan), সুখবিন্দর সিং (Sukhwinder Singh) ও অরিজিৎ সিং (Arijit Singh) মঞ্চ মাতালেন। এই মুহূর্তে দেশের এক নম্বর গায়ক বাংলার অরিজিৎ তিনি শুধু মঞ্চই মাতাননি সেদিন, গ্যালারির রংও বদলে দিয়েছিলেন। 

আরও পড়ুন: WATCH: 'শাহিন আফ্রিদি কোনও ওয়াসিম আক্রম নয়'! লাইভে পাক পেসারকে ধুয়ে দিলেন শাস্ত্রী

অরিজিৎ যখন মঞ্চে পারফর্ম করছিলেন, তখন মঞ্চের পাশে টিম ইন্ডিয়া ওয়ার্ম-আপ করছিল। বিরাট কোহলি এগিয়ে আসতে দেখে, অরিজিৎ গান থামিয়ে চিৎকার করে বলেন I Love You Virat! বিরাটও তা শুনে অরিজিতের উদ্দেশ্যে হাত নাড়েন মিষ্টি করে হেসে। এখানেই শেষ নয়, অরিজিৎ সেদিন মাঠে বসে ভারত-পাক ম্যাচও দেখেন, গ্যালারিতে বিরাটপত্নী অনুষ্কা শর্মার পাশেই ছিলেন তিনি। অনুষ্কার ছবিও তুলে দেন তিনি। যা দেখে অনুষ্কাও হেসে গড়িয়ে পড়েন। এই দুই ঘটনার ভিডিয়োই শুধু ভাইরাল হয়নি। আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। পাক অধিনায়ক বাবর আজম ম্যাচে ৫৮ বলে ৫০ করে ক্লিন বোল্ড হয়ে যান সিরাজের বলে। বাবর ফিরতেই গ্যালারিতে জার্সি ঘুরিয়ে সেলিব্রেশনে মাতেন অরিজিৎ। তাঁর আবেগি উদযাপন ফ্যানদের হৃদয় জয় করে নিয়েছিল। সেই ভিডিয়ো নিয়েও বিস্তর চর্চা হয়েছে। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

অরিজিৎ মানেই ভাইরাল। এ কথা অস্বীকার করার জায়গা নেই। তিনি কর্মসূত্রে মুম্বইতে থাকেন ঠিকই। তবে সুযোগ পেলেই চলে আসেন তাঁর জন্মস্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। একেবারে সাধারণ ভাবে জিয়াগঞ্জের অলিগলিতে স্কুটার নিয়ে ঘুরে বেড়ান তিনি। কখনও ছেলেকে স্কুলে পৌঁছে দেন তো কখনও অন্য কাজে। এমনকী হাতে বাজারের ঝোলাও দেখা যায়। অরিজিতের নামডাক দেশ ছাড়িয়ে বিদেশেও। এরকম মানের একজন সেলিব্রিটি যে এভাবে থাকতে পারেন, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেন না। কিন্তু অরিজিত এরকমই ছাপোষা জীবনে অভ্যস্ত। খ্যাতির চরম জৌলুস তাঁকে স্পর্শ করতে পারেনি। বাংলার ছেলের পা আজও মাটিতেই। তাই তো তিনি সকলের থেকে আলাদা।

আরও পড়ুন: Mujeeb Ur Rahman | World Cup 2023: মুজিবকে আঁকড়ে অঝোরে কান্না খুদের! ক্রিকেটারের পোস্ট চোখ ভেজাবেই

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, ১লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.