সুনীলকে অধিনায়ক নির্বাচন
নেহরুকাপের জন্য জাতীয় দলের কোচ কোয়েভারম্যান্স সুনীলকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন। টুর্নামেন্ট জিতে ভারতকে গর্বিত করতে চান বলে জানিয়েছেন সুনীল।
নেহরুকাপের জন্য জাতীয় দলের কোচ কোয়েভারম্যান্স সুনীলকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন। টুর্নামেন্ট জিতে ভারতকে গর্বিত করতে চান বলে জানিয়েছেন সুনীল।
সাফ কাপের পর নেহরু কাপেও অধিনায়ক পদে বহাল রাখা হল সুনীল ছেত্রীকে।সোমবার অনুশীলনের পর জাতীয় কোচ কোয়েভারম্যান্স অধিনায়ক হিসেবে বেছে নেন বর্তমানে স্পোর্টিং লিসবনের ফুটবলার সুনীল ছেত্রীকেই।সুনীল গর্বিত এই সম্মান পেয়ে।এবছর এআইএফএফের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ।তাই নেহরু কাপের আলাদা গুরুত্ব রয়েছে।সুনীল চান,এই টুর্নামেন্ট জিতে ভারতকে গর্বিত করতে।অন্যদিকে দলের আরেক সিনিয়র ফুটবলার গৌরমাঙ্গি সিংয়ের দাবি,বেশিরভাগে নতুন ফুটবলারদের নিয়ে গড়া ভারতীয় দলের সাফল্য পাওয়া একটা চ্যালেঞ্জ তাদের কাছে।