সেরা ফুটবলার সুনীল ছেত্রী

চলতি মরসুমে ভারতের সেরা ফুটবলার নির্বাচিত হলেন সুনীল ছেত্রী। ফেডারেশেনর বিচারে সেরা হলেন ভারতের এই তারকা স্ট্রাইকার। ২০০৭ সালের পর আবার সেরা হলেন সুনীল। চলতি বছরে ১৭ আন্তর্জাতিক ম্যাচে ১৩ গোল রয়েছে সুনীলের।

Updated By: Dec 20, 2011, 07:59 PM IST

চলতি মরসুমে ভারতের সেরা ফুটবলার নির্বাচিত হলেন সুনীল ছেত্রী। ফেডারেশেনর বিচারে সেরা হলেন ভারতের এই তারকা স্ট্রাইকার। ২০০৭ সালের পর আবার সেরা হলেন সুনীল। চলতি বছরে ১৭ আন্তর্জাতিক ম্যাচে ১৩ গোল রয়েছে সুনীলের। কয়েকদিন আগে দিল্লিতে সাফ কাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ভারতের এই তারকা স্ট্রাইকার। সাফ কাপের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই ভারতের সেরা ফুটবলার নির্বাচিত হলেন সুনীল ছেত্রী। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে সেরা হলেন ভারতের এই তারকা ফুটবলার। আই লিগে ১৪ দলের কোচের ভোটের বিচারে নবি, জেজে, গৌরমাঙ্গিদের টেক্কা দিলেন সুনীল। চলতি বছরে সুনীলের মোট গোলসংখ্যা ২৪। আন্তর্জাতিক স্তরে তেরোটি গোলের পাশাপাশি ক্লাব স্তরেও এগারোটি গোল রয়েছে তাঁর। গত আই লিগে চিরাগ ইউনাইটেডের হয়ে দশ ম্যাচে সাত গোল করেছিলেন করেছিলেন সুনীল। ১ কোটি টাকায় মোহনবাগানে যোগ দেওয়ার পর সবুজ-মেরুন জার্সি গায়েও দশ ম্যাচে চার গোল করা হয়ে গেছে তাঁর। ২০১১ সালে জাতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স রয়েছে ভারতীয় দলের এই পিন আপ বয়ের। ইন্দর সিংয়ের মতই সুনীলেরও এশিয়া কাপে জোড়া গোল রয়েছে। দুটো প্রদর্শনী ম্যাচে তিনটি গোল করেছেন জাতীয় দলের এই স্ট্রার। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে সাফে সুনীলের পারফরম্যান্স। ৭ গোল করে বিজয়নের রেকর্ড ভাঙেন তিনি।
 

.