নতুন মরশুমে ইস্টবেঙ্গল কোচ হচ্ছেন সুভাষ ভৌমিক?
আগামী মরসুমে ইস্টবেঙ্গল কোচ হওয়ার দৌড়ে আছেন সুভাষ ভৌমিক। আই লিগে বর্ষীয়ান কোচের কোচিং করানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এ লাইসেন্স না থাকা। যে কারণে গত মরসুমে সবুজ-মেরুন থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। মোহনবাগানে থাকাকালীনই ফেডারেশনের কাছে আই লিগে কোচিং করানোর অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনবার জাতীয় লিগ জয়ী কোচ। কয়েকদিনের মধ্যেই ফেডারেশনের টিডি স্কট ও ডোনেল পরীক্ষা নেবেন সুভাষ ভৌমিকের। আই লিগ সিইও সুনন্দ ধর জানাচ্ছেন, স্কট এএফসি-কে জানাবেন যে কোন ধরণের লাইসেন্স পাওয়ার যোগ্য বর্ষীয়ান কোচ। ফেডারেশন টিডির ছাড়পত্র পেয়ে গেলেই সুভাষ ভৌমিকের আই লিগে কোচিং করাতে কোনও অসুবিধা হবে না বলেই দাবি আই লিগ সিইও-র।
ব্যুরো: আগামী মরসুমে ইস্টবেঙ্গল কোচ হওয়ার দৌড়ে আছেন সুভাষ ভৌমিক। আই লিগে বর্ষীয়ান কোচের কোচিং করানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এ লাইসেন্স না থাকা। যে কারণে গত মরসুমে সবুজ-মেরুন থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। মোহনবাগানে থাকাকালীনই ফেডারেশনের কাছে আই লিগে কোচিং করানোর অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনবার জাতীয় লিগ জয়ী কোচ। কয়েকদিনের মধ্যেই ফেডারেশনের টিডি স্কট ও ডোনেল পরীক্ষা নেবেন সুভাষ ভৌমিকের। আই লিগ সিইও সুনন্দ ধর জানাচ্ছেন, স্কট এএফসি-কে জানাবেন যে কোন ধরণের লাইসেন্স পাওয়ার যোগ্য বর্ষীয়ান কোচ। ফেডারেশন টিডির ছাড়পত্র পেয়ে গেলেই সুভাষ ভৌমিকের আই লিগে কোচিং করাতে কোনও অসুবিধা হবে না বলেই দাবি আই লিগ সিইও-র।
বলাই যায় ফেডারেশনের ছাড়পত্র পেয়ে গলে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন সুভাষ ভৌমিক।