কামড়কাণ্ডে ফিফার দাওয়াই `সুয়ারেজকে সঠিক চিকিত্সা করানো হোক`

চার মাসের নির্বাসন হয়েও লুইস সুয়ারেজ রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেলেন। কিন্তু তার সঙ্গে ফিফার দাওয়াই সঠিক চিকিত্সা করে সুস্থ জীবনে ফিরে আসার। ফিফার জেনারেল সেক্রিটারি জেরম ভাল্কে সাংবাদিক বৈঠকে জানান, "এই শাস্তি ভবিষ্যতে লিভারপুলের তারকাকে সাবধান করবে। ফিফার শাস্তি যথাযথ।" তিনি আরও জানান, সুয়ারেজের খুব শীঘ্রই চিকিত্সার প্রয়োজন আছে।

Updated By: Jun 29, 2014, 03:04 PM IST

চার মাসের নির্বাসন হয়েও লুইস সুয়ারেজ রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেলেন। কিন্তু তার সঙ্গে ফিফার দাওয়াই সঠিক চিকিত্সা করে সুস্থ জীবনে ফিরে আসার। ফিফার জেনারেল সেক্রিটারি জেরম ভাল্কে সাংবাদিক বৈঠকে জানান, "এই শাস্তি ভবিষ্যতে লিভারপুলের তারকাকে সাবধান করবে। ফিফার শাস্তি যথাযথ।" তিনি আরও জানান, সুয়ারেজের খুব শীঘ্রই চিকিত্সার প্রয়োজন আছে।

আন্তজার্তিক ফুটবলার ইউনিয়ন ফিফপ্রো সুয়ারেজের চিকিত্সার ব্যাপারে ফিফাকে আবেদন করেছেন সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য। সুয়ারেজকে সুস্থ জীবনে ফিরিয়ে আনাতে প্রয়োজনীয় চিকিত্সা করা দরকার। তিনি যেন তিক্ত অভিজ্ঞতা থেকে খুব তাড়াতড়ি বেরিয়ে আসতে পারেন।

ফুটবলের যুবরাজ মারাদোনা সুয়ারেজের পক্ষে সওয়াল করেছেন। একদিকে যেমন সমালোচনার ঝড় বইছে, অন্যদিকে সুয়ারেজের ভক্তরা অপেক্ষায় রয়েছেন সুস্থ জীবনে ফিরে আসুক তাদের স্বপ্নের নায়ক।

তবে সুয়ারেজ ইতালিয়ান ডিফেন্ডার চিয়েলিনিকে কামড় দেননি, কামড় দিয়েছেন নিজের দেশকে। রবিবার ভোর রাতে উরুগুয়ের দুঃস্বপ্নের পরাজয় থেকে হয়ত এটাই স্পষ্ট। সুয়ারেজহীন অস্কার তাবারেজের দলকে শূন্য বুকে ফিরতে হল দেশে। এখন হয়ত ঘরে বসে সুয়ারেজ নিজের হাত নিজে কামড়াতে হচ্ছে। ফিফা চার মাস আন্তজার্তিক ম্যাচ না খেলার নিষিদ্ধ ঘোষণার থেকে তাঁর অশোভনীয় আচরণে দলকে যে বিপর্যয় মুখে পড়তে হল, এর দুঃখ সুয়ারেজের অনেক বেশী।

.