বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত স্মিথ
আইসিসির কোড অব কনডাক্টের ২.২.১ ধারা ভঙ্গ করেছেন স্মিথ। অন্যদিকে লেভেল ২ অপরাধের জন্য শাস্তি হয়েছে ক্যামেরন ব্যানক্রাফ্টের।
নিজস্ব প্রতিবেদন : কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথকে একটি টেস্টে নির্বাসিত করল আইসিসি। সঙ্গে ১০০ শতাংশ ম্যাচ ফি-ও জরিমানা করা হয়েছে স্মিথের। এই ঘটনায় ক্যামেরন ব্যানক্রাফ্টের ৭৫ শতাংশ ম্যাচ ফি এবং তিনটি ডেমিরিটস পয়েন্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বল বিকৃতি বিতর্কে তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া
আইসিসি-র সিইও ডেভিড রিচার্ডসন এক বিবৃতিতে জানিয়েছেন, আইসিসির কোড অব কনডাক্টের ২.২.১ ধারা ভঙ্গ করেছেন স্মিথ। অন্যদিকে লেভেল ২ অপরাধের জন্য শাস্তি হয়েছে ক্যামেরন ব্যানক্রাফ্টের।
Steve Smith suspended for one Test and fined 100% of match fee, Bancroft fined 75% of his match and receives three demerit points #SAvAUS pic.twitter.com/hClZi9PRPd
— ICC Media (@ICCMediaComms) March 25, 2018
বল বিকৃতির মাধ্যমে ক্রিকেটকে কলঙ্কিত করার জন্য নির্বাসিত স্মিথ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে শেষ টেস্টে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও স্টিভ স্মিথের দলকে কারচুপির অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
আরও পড়ুন- বল বিকৃতি কাণ্ডে নেতৃত্ব ছাড়লেন স্মিথ, কেপ টাউনে নেতা টিম পেইন