পুয়ের্তো রিকো বিরুদ্ধে ম্যাচের পর সুনীল ছেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন কনস্ট্যানটাইন

পুয়ের্তো রিকো বিরুদ্ধে ম্যাচের পর সুনীল ছেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। সাহেব কোচের মতে আরও চার থেকে পাঁচ বছর খেলার ক্ষমতা রাখেন সুনীল। তার দলে সুনীলই সেরা নেতা বলে দাবি কনস্ট্যানটাইনের। শনিবার পুয়র্তো রিকোর বিরুদ্ধে  ম্যাচে একটা গোল করার পাশাপাশি নারায়ণ দাস,জেজেদের দিয়ে গোলও করান ভারতীয় ফুটবলের সেরা তারকা।

Updated By: Sep 4, 2016, 09:09 PM IST
পুয়ের্তো রিকো বিরুদ্ধে ম্যাচের পর সুনীল ছেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন কনস্ট্যানটাইন

ওয়েব ডেস্ক: পুয়ের্তো রিকো বিরুদ্ধে ম্যাচের পর সুনীল ছেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। সাহেব কোচের মতে আরও চার থেকে পাঁচ বছর খেলার ক্ষমতা রাখেন সুনীল। তার দলে সুনীলই সেরা নেতা বলে দাবি কনস্ট্যানটাইনের। শনিবার পুয়র্তো রিকোর বিরুদ্ধে  ম্যাচে একটা গোল করার পাশাপাশি নারায়ণ দাস,জেজেদের দিয়ে গোলও করান ভারতীয় ফুটবলের সেরা তারকা।

আরও পড়ুন দেশের সবথেকে রোম্যান্টিক ঋষিমুনি, অপ্সরা ধ্যান কী ভাঙাবে, উর্বশীরাই তাঁর প্রেমে পাগল!

সাম্প্রতিক সময় সুনীলের পজিশন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বেঙ্গালুরুর প্রাত্তন কোচ ওয়েস্টউড সুনীলকে একটা সময় উইংয়ে খেলিয়েছিলেন। মুম্বই সিটির জার্সিতেও স্ট্রাইকারে সব সময় খেলতে পারেননি সুনীল। কনস্ট্যানটাইন অবশ্য নির্দিষ্ট কোনও পজিশনে সুনীলকে আটকে রাখতে চাইছেন না। 

আরও পড়ুন বিশ্বের সবথেকে বড় ১০ ব্রিজ

.