জিও, সোনিকে হারিয়ে বিসিসিআইয়ের অনলাইন সম্প্রচার সত্ত্ব পেল স্টার স্পোর্টস

বিসিসিআইয়ের অনলাই মিডিয়া সত্ত্ব পাওয়ার লড়াইয়ে স্টার ছাড়াও ছিল সোনি ও রিলায়েন্স জিও। এর আগে ২০১২ - ২০১৮ পর্যন্ত বিসিসিআইয়ের টেলিভিশন সত্ত্ব ৩,৮৫১ কোটি টাকায়। এবার অনলাইন সম্প্রচার সত্ত্বের মালিকানাও হাতে পেল তারা।

Updated By: Apr 5, 2018, 07:13 PM IST
জিও, সোনিকে হারিয়ে বিসিসিআইয়ের অনলাইন সম্প্রচার সত্ত্ব পেল স্টার স্পোর্টস

ওয়েব ডেস্ক: বিসিসিআই-এর মিডিয়া সত্ত্বের মালিক হল স্টার স্পোর্টস ইন্ডিয়া। মোট ৬১৩৮.১ কোটি টাকা দর দিয়ে সত্ত্বের মালিক হল তারা। ২০১৮ - ২০২৩ পর্যন্ত সত্ত্বের মালিকানা পেতে ম্যাচপিছু ৬০.১ কোটি টাকা করে খরচ করেছে স্টার স্পোর্টস। স্টার স্পোর্টসের মিডিয়া সত্ত্ব পাওয়ার অর্থ হল, অনলাইন ও মোবাইলে হটস্টারে দেখা যাবে বিসিসিআই আয়োজিত সমস্ত আন্তর্জাতিক ম্যাচ।

বিসিসিআইয়ের অনলাই মিডিয়া সত্ত্ব পাওয়ার লড়াইয়ে স্টার ছাড়াও ছিল সোনি ও রিলায়েন্স জিও। এর আগে ২০১২ - ২০১৮ পর্যন্ত বিসিসিআইয়ের টেলিভিশন সত্ত্ব ৩,৮৫১ কোটি টাকায়। এদিনের নিলামে জেতার পর ভারতীয় ক্রিকেট সম্প্রচারে একচ্ছত্র আধিপত্য কায়েম করল  স্টার স্পোর্টস। কারণ বর্তমানে আইপিএসের সম্প্রচার সত্ত্বও তাদেরই হাতে। ১৩,৩৪৭ কোটি টাকায় কিনেছিল স্টার স্পোর্টস। 

.