বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করছে শ্রীলঙ্কা, সেঞ্চুরির ফোয়ারায় ডাবল হাঁকালেন জয়বর্ধনে

মীরপুর টেস্টে বাংলাদেশকে নিয়ে কার্যত ছেলেখেলা করছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ২৩২ রানে অলআউট করার পর শ্রীলঙ্কা ৭৩০ রান ইনিংস ডিক্লেয়ার করল। প্রথম ইনিংসে ৪৯৮ রানের বিশাল লিড নিল অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। ডবল সেঞ্চুরি হাঁকালেন মাহেলা জয়বর্ধনে (২০৩ অপ)।

Updated By: Jan 29, 2014, 03:50 PM IST

মীরপুর টেস্টে বাংলাদেশকে নিয়ে কার্যত ছেলেখেলা করছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ২৩২ রানে অলআউট করার পর শ্রীলঙ্কা ৭৩০ রানে ইনিংস ডিক্লেয়ার করল। প্রথম ইনিংসে ৪৯৮ রানের বিশাল লিড নিল অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। ডবল সেঞ্চুরি হাঁকালেন মাহেলা জয়বর্ধনে (২০৩ অপ)।

শতরান করলেন ওপেনার কুশলা সিলভা (১৩৯)। আট নম্বরে নেমে শতরান করলেন কিথুরুয়ান ভিথানাগেও (১০৩ অপ)। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ (৮৬)। সব মিলিয়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের কাছে বাংলাদেশের বোলারদের ক্লাবস্তরের দেখাল।

আইসিসিতে দ্বিস্তরীয় পর্যায়ে টেস্ট নিয়ে জোর আলোচনা চলছিল। বলা হচ্ছিল, টেস্ট র‍্যাঙ্কিংয়ে উপরের দিকের দেশের বিরুদ্ধে নিচের দিকের দেশেদের ম্যাচ এতটাই একপেশে হচ্ছে যে আকর্ষণ হারাচ্ছে। মীরপুর টেস্ট কিন্তু সেই প্রশ্নটাই উসকে দিচ্ছে।

.