মে মাসে বাবা হচ্ছেন শ্রীসন্থ, মার্চে বিয়ে করছেন রায়না
আইপিএল স্পট ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত নির্বাসিত ক্রিকেটার শান্তাকুমারন শ্রীসন্থ বাবা হতে চলেছেন। ঘনিষ্ঠমহল সূত্রে খবর সব কিছু ঠিকঠাক চললে মে মাসেই শ্রীসন্থ বাবা হচ্ছেন। ২০১৩ সালের ডিসেম্বরে শ্রীসন্থ বিয়ে করেন রাজস্থানের রাজ পরিবারের মেয়ে ভূবনেশ্বরী কুমারীকে। বাবা হওয়ার খবরে বেজায় খুশি শ্রীসন্থ বলেন, "ছেলে হোক কী মেয়ে আমার সন্তান যেন সুস্থ থাকে, এখন আমার নিজেকে নিজেকে খুব সুখি বলে মনে হচ্ছে।"
ওয়েব ডেস্ক: আইপিএল স্পট ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত নির্বাসিত ক্রিকেটার শান্তাকুমারন শ্রীসন্থ বাবা হতে চলেছেন। ঘনিষ্ঠমহল সূত্রে খবর সব কিছু ঠিকঠাক চললে মে মাসেই শ্রীসন্থ বাবা হচ্ছেন। ২০১৩ সালের ডিসেম্বরে শ্রীসন্থ বিয়ে করেন রাজস্থানের রাজ পরিবারের মেয়ে ভূবনেশ্বরী কুমারীকে। বাবা হওয়ার খবরে বেজায় খুশি শ্রীসন্থ বলেন, "ছেলে হোক কী মেয়ে আমার সন্তান যেন সুস্থ থাকে, এখন আমার নিজেকে নিজেকে খুব সুখি বলে মনে হচ্ছে।"
এদিকে, বিশ্বকাপের শেষে আর আইপিএলের আগে বিয়ে সেরে নিচ্ছেন সুরেশ রায়না। দিল্লিতে রায়নার বিয়ে হবে চলতি মাসের শেষে। পাত্রীর নাম জানা না গেলেও তিনি যে শ্রুতি হাসান নন সেটা নিশ্চিত। রায়নার হবু স্ত্রী তাঁর পুরনো বান্ধবী। বেশ কয়েকবছর ধরেই রায়নার সঙ্গে তাঁর প্রেম চলছিল বলে ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নাকি তা জানেন।