কলকাতায় 'কাকা' গোয়াতে 'অঁরি'
দ্বিতীয় ইন্ডিয়ান সুপার লিগে খেলতে দেখা যাবে ফ্রান্সের প্রাক্তন তারকা ফুটবলার থিয়েরি অঁরিকে। অ্যাটলেটিকো দি কলকাতার মার্কি ফুটবলার হিসাবে দেখা যেতে পারে ব্রাজিলীয় তারকা ফুটবলার কাকা কে।
ওয়েব ডেস্ক:দ্বিতীয় ইন্ডিয়ান সুপার লিগে খেলতে দেখা যাবে ফ্রান্সের প্রাক্তন তারকা ফুটবলার থিয়েরি অঁরিকে। অ্যাটলেটিকো দি কলকাতার মার্কি ফুটবলার হিসাবে দেখা যেতে পারে ব্রাজিলীয় তারকা ফুটবলার কাকা কে।
গোয়া ফ্র্যাঞ্চাইজি অঁরিকে তাদের মার্কি ফুটবলার হিসাবে পেতে চাইছে। কয়েকদিন আগেই ফুটবল থেকে অবসর নিয়েছেন অঁরি। বর্তমানে ফুটবল বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। তবে সবকিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বরে ভারতের মাটিতে ফুটবল পায়ে দেখা যাবে ৩৭ বছর বয়সী কিংবদন্তি এই ফুটবলারকে। কেরিয়ারের বেশিরভাগ সময়টা আর্সেনালেই কাটিয়েছিলেন অঁরি। ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবটির সর্বোচ্চ গোলদাতাও তিনি। আর্সেনাল ছাড়াও অঁরি খেলেছেন বার্সেলোনাতেও। ফ্রান্সের হয়ে ফিফা বিশ্বকাপ জেতার পাশাপাশি ইউরো কাপ আর কনফেডারেশন কাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি।
গতবারের মার্কি ফুটবলার লুই গার্সিয়াকে ইতিমধ্যেই রিলিজ দিয়ে দিয়েছে কলকাতা দল। শুরু হয়েছে নতুন মার্কির খোঁজ। সেই সূত্রেই কাকার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। শোনা যাচ্ছে কাকার এজেন্টের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে অ্যাটলেটিকো কর্তাদের। এমনকি অ্যাটলেটিকো সূত্রের খবর কাকাকে পাওয়ার ক্ষেত্রে বাজেটও কোনও সমস্যা হওয়ার কথা নয়। কাকা বর্তমানে মেজর সকার লিগের ক্লাব অরল্যান্ডো সিটিতে খেলেন।
রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা ফুটবলার কাকা কে দলে নেওয়ার বিষয়টি একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। কোচের নাম চূড়ান্ত করার পরই বিদেশিদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় অ্যাটলেটিকো।