সম্ভাবনাই নেই, ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কড়া মনোভাব কেন্দ্রীয় সরকারের

Updated By: May 29, 2017, 11:21 PM IST
সম্ভাবনাই নেই, ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কড়া মনোভাব কেন্দ্রীয় সরকারের

ব্যুরো: বাইশ গজে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে কড়া মনোভাব দেখাল কেন্দ্রীয় সরকার। ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল পরিস্কার জানিয়ে দিয়েছেন আপাতত দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনাই নেই। এরই মধ্যে দুবাইতে আইসিসির সভায় দুদেশের বোর্ড কর্তারা নিজেদের মধ্যে বৈঠক করলেন। 

ক্রিকেটে ভারত-পাক  দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আরও কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সোমবার দুবাইতে আইসিসি-র সভায় আলাদা করে দু দেশের বোর্ড কর্তাদের মধ্যে ভারত-পাক  দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা হওয়ার আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল দু দেশের সিরিজ হওয়ার সম্ভাবনা বাতিল করে দেন। পাশাপাশি বোর্ডের উপর নতুন ফতেয়া জারি করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। শুধু খেলার ক্ষেত্রে নয়,পাক ক্রিকেট বোর্ডকে কোন প্রস্তাব দিতে গেলেও লাগবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন। 

পাক বোর্ডের সাথে আলোচনার আগেই বিসিসিআই কর্তারা জেনে গিয়েছিলেন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সরকারের অবস্থান। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা পাক বোর্ডের কর্তাদের সাথে আলোচনায় বসে দিল্লির মনোভাব তাদের জানিয়ে দেন। বিসিসিআই কর্তারা পরিস্কার করে জানিয়ে দেন কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া ভারত-পাক  দ্বিপাক্ষিক সিরিজ করা তাদের পক্ষে সম্ভব নয়। এই পরিপ্রক্ষিতে পাক বোর্ড  আর্থিক ক্ষতিপূরণ দাবি করলেও  বিসিসিআই কর্তারা পরিস্কার করে জানিয়ে দেন ভারত সরকারের অনুমতি ছাড়া পাকিস্তান নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই। 

.