দক্ষিণ আফ্রিকা পরবর্তী জ্যাক কালিস পেয়ে গিয়েছে, বললেন ফ্যাফ ডুপ্লেসি
ওয়েব ডেস্ক: গত দুই দশকের সেরা তো বটেই, কেউ কেউ আবার সর্বকালের সেরা ক্রিকেট অলরাউন্ডারও বলে থাকেন দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসকে। তিনি অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হল। যদিও বর্তমান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির মতে, অচিরেই দক্ষিণ আফ্রিকার পরবর্তী জ্যাক কালিস হয়ে উঠতে চলেছেন, ভের্নন ফিলান্ডার।
আরও পড়ুন সৌরভ গাঙ্গুলিকে এইভাবে অপমান করাকে মেনে নিতে পারছেন না বালুরঘাটের মানুষ
কেনই বা বলবেন না? টেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এক দিন বাকি থাকতেই ৩৪০ রানে জয় পেয়েছে প্রোটিওরা। আর তাতে ব্যাটে এবং বলে অনেকটা অবদান ফিলান্ডারের। তিনি সাত নম্বরে ব্যাট করতে নেমে একবার ৫৪ এবং আরেকবার ৪২ রান করেছেন। দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেটও নিয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচও তিনি। তাই ফ্যাফ ডুপ্লেসি বলেছেন, 'ফিলান্ডার যেভাবে ব্যাট করছে, তাতে ও খুব শীঘ্রই দক্ষিণ আফ্রিকার পরবর্তী জ্যাক কালিস হয়ে উঠবে। উইকেট সবুজ থাকলে, সম্ভবত, ওই বিশ্বের সেরা বোলার।'