গোপিচাঁদের কড়া সমালোচনা করলেন জোয়ালা গুট্টা

Updated By: Jul 18, 2017, 09:14 AM IST
গোপিচাঁদের কড়া সমালোচনা করলেন জোয়ালা গুট্টা

ওয়েব ডেস্ক: ফের জোয়ালা গুট্টার নিশানায় পুল্লেলা গোপিচাঁদ। ভারতীয় ব্যাডমিন্টনে খেলোয়াড় তৈরির কারিগর হিসেবে পরিচিত গোপিচাঁদের কড়া সমালোচনা করলেন গুট্টা। ভারতের মহিলা এই শাটলারের সাফ বক্তব্য গোপিচাঁদ তাকে কোনওদিনও উতসাহ দেননি। উল্টে জাতীয় শিবির থেকে কোনও কারণ ছাড়াই একবার বাদ দিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন সৌরভ গাঙ্গুলিকে এইভাবে অপমান করাকে মেনে নিতে পারছেন না বালুরঘাটের মানুষ

একই সঙ্গে গুট্টা জানিয়েছেন সিঙ্গলসে ভারত ভাল ফল করছে কারণ সিন্ধুরা সব ধরণে সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে ডাবলসের ক্ষেত্রে সেটা হচ্ছে না। ডাবলসে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে জাতীয় কোচ সব সময় নীরব থেকেছেন। যা সাফল্য এসেছে সেটা তাঁদের ব্যাক্তিগত উদ্যোগে।

আরও পড়ুন  অষ্টমবার উইম্বলডন খেতাব জেতার পর কী বললেন ফেডেরার?

.