অবশেষে সুখবর পেলেন ডি'কক-দু'প্লেসিরা

করোনা পরবর্তী সময়ে এক্কেবারে নতুন অবতারে ক্রিকেটকে ফেরানোর পরিকল্পনা করেছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তিন দল নিয়ে ৩৬ ওভারের সলিডারিটি কাপ ২৭ জুন আয়োজনের পরিকল্পনা করেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 30, 2020, 06:36 PM IST
অবশেষে সুখবর পেলেন ডি'কক-দু'প্লেসিরা
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে ২৭ জুন নতুন ফরম্যাটে ক্রিকেটে ফেরার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। সেই মতো পরিকল্পনা করে এগোচ্ছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। কিন্তু বাধ সাধে করোনা ভাইরাস। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় সাত ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। এরপরেই স্থগিত হয়ে যায় সেই টুর্নামেন্ট। অবশেষে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রক সবুজ সংকেত দিয়েছে। এবার অনুশীলনে ফিরতে পারবেন ডি'কক-দু'প্লেসিরা।  

সরকারিভাবে হাই পারফরম্যান্স ট্রেনিং স্কোয়াড অনুশীলনের অনুমতি পেয়েছে বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। দ্রুত মাঠে ক্রিকেট ফেরানোর ব্যাপারেও আশাবাদী প্রোটিয়া ক্রিকেটের কর্তারা।

করোনা পরবর্তী সময়ে এক্কেবারে নতুন অবতারে ক্রিকেটকে ফেরানোর পরিকল্পনা করেছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তিন দল নিয়ে ৩৬ ওভারের সলিডারিটি কাপ ২৭ জুন আয়োজনের পরিকল্পনা করেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায় সেই টুর্নামেন্ট। এবার সেই টুর্নামেন্টও হবে বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

 

আরও পড়ুন - করোনা পরবর্তী ক্রিকেটে ইংল্যান্ডের নেতৃত্বে বেন স্টোকস!

.