শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত রাখল দক্ষিণ আফ্রিকা

মার্চ মাসে করোনার কারণেই ভারত সফর অসমাপ্ত রেখে দেশে ফিরতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা দলকে। দেশে ফিরে ১৪ দিনের কোয়ারান্টাইনে ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

Updated By: Apr 21, 2020, 02:12 PM IST
শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত রাখল দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদন: ফের করোনার ধাক্কা ক্রিকেটে। জুন মাসে হতে চলা শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত রাখল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

জুন মাসে শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল প্রোটিয়াদের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সফর আপাতত স্থগিত রাখল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

অন্যান্য দেশের তুলনায় শ্রীলঙ্কায় করোনা সংক্রমণ কিছুটা কম হলেও, তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নয়। তাই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

তাছাড়া লকডাউন এর কারণে দেশে সেভাবে প্রস্তুতির সুযোগই পাননি ডি'ককরা। মার্চ মাসে করোনার কারণেই ভারত সফর অসমাপ্ত রেখে দেশে ফিরতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা দলকে। দেশে ফিরে ১৪ দিনের কোয়ারান্টাইনে ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

আরও পড়ুন - কোয়ারান্টাইনে কোহলিকে মোটিভেট অনুষ্কার! বৌদির কাছে আবদার করলেন দেওর চাহল

.