একদিনের ক্রিকেটে ফের ICC তালিকায় এক নম্বরে উঠে এল দক্ষিণ আফ্রিকা

এক দিনের ক্রিকেটে ফের ICC তালিকায় এক নম্বর স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। আজ অকল্যান্ডে ঘরের মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়ে একদিনের ক্রিকেটে এক নম্বর স্থানে উঠে এল ডি ভিলিয়ার্সের দল।

Updated By: Mar 4, 2017, 09:09 PM IST
একদিনের ক্রিকেটে ফের ICC তালিকায় এক নম্বরে উঠে এল দক্ষিণ আফ্রিকা

ওয়েব ডেস্ক : এক দিনের ক্রিকেটে ফের ICC তালিকায় এক নম্বর স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। আজ অকল্যান্ডে ঘরের মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়ে একদিনের ক্রিকেটে এক নম্বর স্থানে উঠে এল ডি ভিলিয়ার্সের দল।

পাঁচ ম্যাচের সিরিজের আজ ছিল পঞ্চম তথ্যা শেষ ম্যাচ। টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। অন্যদিকে, ইমরান তাহির নেন ১৪ রানে ২ উইকেট।

আরও পড়ুন- নাথানের 'অফব্রেকে' বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনেই বেআব্রু ভারতীয় ব্যাটিং

জবাবে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের জন্য ১৫০ রাত তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ডু'প্লেসি ৫১ ও ডেভিড মিলার ৪৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতে যায়।

এই ম্যাচের আগে সিরিজে দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছিল। এই ম্যাচ জেতার ফলে সিরিজ জেতার পাশাপাশি, ICC-র একদিনের তালিকায় এক নম্বরে উঠে এল ডি ভিলিয়ার্সের দল।

.