বিরাটের কাউন্টি খেলার সিদ্ধান্ত সঠিক: সৌরভ
ইংল্যান্ড সফরের প্রস্তুতি সারতেই কাউন্টিকে প্রাধান্য দিয়েছেন বিরাট এবং এটা সঠিক সিদ্ধান্ত, সাফ কথা প্রাক্তন ভারত অধিনায়কের।
নিজস্ব প্রতিবেদন: কাউন্টি খেলার সিদ্ধান্তে বিরাট কোহলি এ বার পাশে পেয়ে গেলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। যেখানে প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন বিরাটের উচিত আফগানিস্তানের বিরুদ্ধে খেলে টেস্টকে অগ্রাধিকার দেওয়া, সেখানে সৌরভের মত, “কোহলি ভারতীয় দলের অধিনায়ক। ও যেটা ঠিক মনে করেছে সেটাই করছে”। ইংল্যান্ড সফরের প্রস্তুতি সারতেই কাউন্টিকে প্রাধান্য দিয়েছেন বিরাট এবং এটা সঠিক সিদ্ধান্ত, সাফ কথা প্রাক্তন ভারত অধিনায়কের।
আরও পড়ুন- গোলাপি বলের টেস্ট কৌশলে এড়িয়েছে ভারত! বিরাট-রবির সমালোচনায় ক্লার্ক
একই সঙ্গে দিন-রাতের টেস্ট নিয়ে ক্লার্ক যে ভাবে ভারত অধিনায়ক এবং কোচকে নিশানা করেছেন, সেটারও জবাব দিয়েছেন মহারাজ। ভারত সুকৌশলে গোলাপি বলের টেস্ট এড়াচ্ছে, ক্লার্কের এই বক্তব্যকে একেবারেই সমর্থন করেন না সৌরভ। বরং, ক্লাসিক্যাল টেস্টের মতো দিন-রাতের টেস্টেও ভারতীয় দল ভাল পারফর্ম করবে বলেই মনে করেন তিনি।
আরও পড়ুন- শেহবাগের সঙ্গে কথা কাটাকাটিতে প্রীতি