বিজয় হাজারে ট্রফির ফাইনালে বাংলার হারে আফসোস যাচ্ছে না সৌরভের

বিজয় হাজারে ট্রফিতে তীরে এসেও বাংলার তরী ডোবায় আফসোস কিছুতেই যাচ্ছে না সৌরভ গাঙ্গুলির। সেমিফাইনাল পর্যন্ত বাংলার সাফল্যের চাকা গড়িয়েছিল তড়তড় করে। মহেন্দ্র সিং ধোনির ঝাড়খণ্ডও উড়ে গিয়েছিল মনোজের দলের সামনে। কিন্তু ফাইনালে আর শেষরক্ষা হয়নি। হারতে হয়েছে। তবে ট্রফি না জিতলেও মনোজদের পারফরম্যান্সে খুশি মহারাজ।

Updated By: Mar 21, 2017, 10:05 AM IST
বিজয় হাজারে ট্রফির ফাইনালে বাংলার হারে আফসোস যাচ্ছে না সৌরভের

ওয়েব ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে তীরে এসেও বাংলার তরী ডোবায় আফসোস কিছুতেই যাচ্ছে না সৌরভ গাঙ্গুলির। সেমিফাইনাল পর্যন্ত বাংলার সাফল্যের চাকা গড়িয়েছিল তড়তড় করে। মহেন্দ্র সিং ধোনির ঝাড়খণ্ডও উড়ে গিয়েছিল মনোজের দলের সামনে। কিন্তু ফাইনালে আর শেষরক্ষা হয়নি। হারতে হয়েছে। তবে ট্রফি না জিতলেও মনোজদের পারফরম্যান্সে খুশি মহারাজ।

আরও পড়ুন বিশ্বসেরা ক্লাবগুলোর মধ্যে টানাটানি পড়ে গেছে ভিনিসিয়াস জুনিয়ারকে নিয়ে

খুশি চোট কাটিয়ে ফেরা সামির পারফরম্যান্সেও বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্সের জেরে ভারতীয় এ দলে জায়গা পেয়েছেন মনোজ তেওয়ারি ও অশোক দিন্দা। এই দুই ক্রিকেটারের সাফল্যে খুশি সিএবি সভাপতি। তার দাবি এই সুযোগের নিশ্চয়ই সদব্যবহার করবেন মনোজরা।

আরও পড়ুন  ধরমশালা টেস্টে খেলতে পারেন শামি, ইঙ্গিত দিলেন বিরাট কোহলি

.