বোর্ড সভাপতির হস্তক্ষেপে রঞ্জিতে খেলতে হচ্ছে না বুমরাহকে!

জাতীয় নির্বাচক কমিটির পক্ষ থেকে বুমরাহকে রঞ্জি ম্যাচে দিনে ৪ থেকে ৮ ওভার বল করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 25, 2019, 12:56 PM IST
বোর্ড সভাপতির হস্তক্ষেপে রঞ্জিতে খেলতে হচ্ছে না বুমরাহকে!

নিজস্ব প্রতিবেদন : বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপে কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে হচ্ছে না ভারতীয় স্পিডস্টার জশপ্রীত বুমরাহকে। পিঠের চোট সারিয়ে জানুযারি মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বুমরাহর। তার আগে রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাটের হয়ে মাঠে নামার কথা ছিল ভারতীয় পেস তারকার।

সূত্রের খবর, জাতীয় নির্বাচক কমিটির পক্ষ থেকে বুমরাহকে রঞ্জি ম্যাচে দিনে ৪ থেকে ৮ ওভার বল করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু গুজরাট টিম ম্যানেজমেন্ট তা মানতে চায়নি।  বুমরাহ নিজেও প্রত্যাবর্তনের ক্ষেত্রে বাড়তি ওয়ার্কলোড নিতে রাজি ছিলেন না। তাঁর মতে, ক্রিকেটে কামব্যাকের সময়টা কঠিন সিডিউলের মধ্যে দিয়ে না যাওয়াই ভাল। নিজের মতামত বোর্ড সভাপতি আর বোর্ড সচিব জয় শাহকে জানান তারকা পেস বোলার।

তারপরই হস্তক্ষেপ করেন বোর্ড সভাপতি সৌরভ। বুমরাকে সাদা বলেই মনোনিবেশ করতে বলেন তিনি। প্রোটোকল সরিয়ে বুমরাকে সরাসরি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য সবুজ সংকেত দেন বোর্ড সভাপতি। ফলে নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে বাইশ গজে প্রত্যাবর্তন হচ্ছে যশপ্রীত বুমরাহর।

আরও পড়ুন- আইপিএলের দামি বিদেশি কামিন্স; এত টাকা কোথায় ব্যয় করবেন, জানালেন নিজেই

.