রাঁচিতে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচে ধোনি! এমএসডিকে বড়সড় সার্টিফিকেট সৌরভের

ধোনিকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

Updated By: Mar 7, 2019, 08:44 PM IST
রাঁচিতে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচে ধোনি! এমএসডিকে বড়সড় সার্টিফিকেট সৌরভের

নিজস্ব প্রতিবেদন- ২০০৪-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। সৌরভ এখন প্রাক্তন। ধোনিও কেরিয়ারের শেষ লগ্নে। তবে এমএসডিকে এখানেই থামতে দেখতে চাইছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তা হলে? রাঁচিতে শেষ আন্তর্জাতিক ম্য়াচে নামবেন ধোনি। শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ নিয়ে তাই সমর্থকদের মধ্যে আলাদা আগ্রহ চোখে পড়ার মতো। আবার এই ম্যাচ জিতলে ভারত একদিনের সিরিজ পকেটে পুরে ফেলবে। ফলে সব মিলিয়ে শুক্রবার ভারতীয় ক্রিকেট সমাজের নজর থাকবে রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে। এমন টানটান উত্তেজনার মুহূর্তে উত্তাপ আরও কিছুটা বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ধোনিকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন-  কার ছক্কা কতদূর যায়! জাদেজা, চাহালদের চ্যালেঞ্জে উড়িয়ে খেললেন ধোনি

বয়সের কারণে বাদ পড়ার যন্ত্রণা তাঁকে ভোগ করতে হয়েছে একটা সময়। বয়সের কারণেই বাদ পড়তে হয়েছিল তাঁকে । মহারাজ তাই ধোনির বয়স নিয়ে কথা বলার বিপক্ষে। তিনি বিশ্বাস করেন, ফর্ম অব্যাহত থাকলে বয়স নিয়ে আলোচনার কোনও মানে হয় না।  ধোনির অবসর নিয়ে চারিদিকে এত আলোচনা! সবারই বক্তব্য প্রায় এক। বয়স হয়েছে তাঁর। এবার সরে গিয়ে অন্যদের সুযোগ দিন মাহি। সৌরভ এই বক্তব্যকে সমর্থন করলেন না। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাতকারে সিএবি সভাপতি বললেন, ''বিশ্বকাপের পরেও যদি ওঁর ফর্ম অব্যাহত থাকে তা হলে অবশ্যই খেলা চালিয়ে যাওয়া উচিত। ফর্ম থাকলে বয়স কোনও ব্যাপার নয়। ধোনির প্রতিভা বয়স দিয়ে বিচার করা ঠিক নয়।''  

আরও পড়ুন-  বিরাটদের জন্য 'ড্রাইভার' হলেন ধোনি, দিলেন জমকালো পার্টি

বিশ্বকাপের আগে ভারতের পেস অ্যাটাকের ভূয়সী প্রশংসা শোনা গেল সৌরভের মুখে । তিনি বলেন, ''আসন্ন বিশ্বকাপে সামি-বুমরা জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে । সেক্ষেত্রে চতুর্থ পেসার হিসেবে ভুবনেশ্বর কুমারের সঙ্গে জায়গা পেতে পারে উমেশ যাদবও।'' টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগ প্রসঙ্গে তিনি বলেন,  ''ওপেনিংয়ে লেফ্ট-রাইট কম্বিনেশন ঠিক রেখে রোহিত-ধাওয়ান জুটিকেই খেলানো উচিত । তবে বিকল্প হিসেবে কে এল রাহুলকেও ভাবা যেতে পারে।'' বিরাট কোহলির জন্য দাদার পছন্দের ব্যাটি পজিশন তিন নম্বর । সেক্ষেত্রে চার,পাঁচ এবং ছয়ে যথাক্রমে রায়াড়ু,ধোনি ও কেদার কে দেখতে চাইছেন মহারাজ । 

নাগপুর ম্যাচে ভারতের তরুণ অলরাউন্ডার বিজয় শঙ্করের পারফরম্যান্স নজর কেড়েছে সৌরভের । তাই ১৯-এর বিশ্বকাপে জাদেজা নয়, বিজয় শঙ্করের প্রতি বেশি আস্থা রাখতে চান তিনি । এমনকি বিশ্বকাপে ফেভারিট হিসেবে নিজের দেশকেই এগিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।               
  

.