ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হচ্ছেন সৌরভ!

কোষাধ্যক্ষ হতে চলেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল

Updated By: Oct 14, 2019, 01:09 PM IST
ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হচ্ছেন সৌরভ!

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে এবার বাংলার মহারাজ! সবকিছু ঠিকঠাক থাকলে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। রবিবারই তা জমা দেওয়ার সিদ্ধান্ত নেন সৌরভ।

আরও পড়ুন-গান্ধী সংকল্প যাত্রায় ২ প্রাক্তন কংগ্রেস নেতার কাঁধেই দায়িত্ব অর্পণ বিজেপির

বোর্ডের সভাপতি পদে লড়াইটি মূলত ছিল সৌরভ ও শ্রীনিবাসন ঘনিষ্ঠ ব্রিজেশ প্যাটেলের সঙ্গে। কোনও কোনও মহলের ধারনা ছিল ব্রিজেশই শেষপর্যন্ত সভাপতি নির্বাচিত হচ্ছেন। এনিয়ে জোরদাল লবি করাও শুরু হয়ে যায়। সেই জল্পনায় জল ঢেলে দিলেন সৌরভ।

এদিকে, বিসিআইয়ের সচিব হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। কোষাধ্যক্ষ হতে চলেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে কেবিন ভাড়া বেঁধে দিল সরকার

অনুরাগ ঠাকুর বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার পর কোনও কোনও মহল থেকে সভাপতি পদে সৌরভের পক্ষে জোরাল দাবি ওঠে। এবার সেই দাবি পূরণ হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। ফলে ভারতীয় ক্রিকেট প্রশাসনে এবার 'দাদাগিরি' যুগ শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলাই যায়।

.